‘ইসরাইলকে স্বীকৃতি দেয়া’ ইরানের পরমাণু চুক্তির অংশ নয়: ওবামা
‘ইসরাইলের টিকে থাকার অধিকারকে স্বীকৃতি দেবে তেহরান’- চুক্তিপত্রে লিখিতভাবে এমন শর্তের ভিত্তিতে ইরানের সঙ্গে যে কোন পরমাণু চুক্তি স্বাক্ষরিত হওয়া উচিত বলে মনে করে ইসরাইল। কিন্তু, গত রোববার ক্ষুব্ধ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এহেন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি একে ‘ বিচারের মৌলিক ভুল’ বলেও মন্তব্য করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্রের একটি রেডিও নেটওয়ার্ক এনপিআর’কে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ইসরাইলের এ দাবি চুক্তির বাইরের বিষয়। ইরান সরকার তাদের মনোভাব ও প্রকৃতি সম্পূর্ণ বদলে না ফেলা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে না, ইসরাইলের দাবিকে ওবামা এ ধরনের অযৌক্তিক প্রসঙ্গের সমজাতীয় বলে মন্তব্য করেন। ওবামা বলেন, এবং আমি মনে করি সেটা বিচারের মৌলিক ভুল। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ক্ষমতাধর ৬ রাষ্ট্রের প্রাথমিকভাবে সম্পাদিত চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি এ চুক্তিকে ‘বাজে চুক্তি’ বলেও অভিহিত করেছিলেন।
No comments