সন্ত্রাস-পুলিশ-আইন

পুলিশ স্যারেরা ঘরে, বাইরে বা অফিসে কাউকে নিরাপত্তা দিতে পারবেন না, কারন তারা ভিআইপি এবং সরকারদলীয় নেতা-কর্মীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। তাছাড়া তাদের আরেকটি বড় কাজ হলো নানা দাবিতে প্রতিবাদী সোচ্চার ছাত্র-শিক্ষক-জনতা ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন করা। ধিক তোদের। দাস-এর দল।
একটি দেশে পুলিশই যখন নিয়মিত সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ন হয় তখন কি কোন সন্ত্রাসী-চাঁদাবাজরা ভয় পায়?
তাছাড়া পুলিশের উপরের ধাপ মানে বিশেষ বাহিনীগুলোও নানাসময়ে গুম-খুন-চাদাবাজি-দুর্নীতির সাথে জড়িত।
তাদের উপরের ধাপ মানে তাদের নিয়ন্ত্রঙ্কারী ও রক্ষাকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীও যখন নানাভাবে বিতর্কিত হন তখন আর একটাই পথ খোলা থাকে—বিচার বিভাগ।
আবার সেই বিচারবিভাগের কিছু অংশও যখন সরকারি দলের পক্ষ নিয়ে বিচারকে প্রভাবান্বিত করে, বা সরকারের কোন ব্যক্তি বা বাহিনীর পক্ষ নিয়ে নিশ্চুপ থাকে তখন সাধারন মানুষ যারা রাজনীতি করেনা, বা করলেও সরকারি দল করেনা তারা কোথায় যাবে? কার কাছে অন্যায়ের বিচার চাইবে?
আর এভাবেই যদি চলতে থাকে তাহলে অপরাধ কিভাবে কমবে? প্রথম দায়িত্বটা যার সেই পুলিশের এত খারাপ অবস্থা কেন?
# পুলিশকে কিভাবে নিয়োগ দেয়া হয়?
# এদের প্রশিক্ষনের সময় কি গনতন্ত্র-মানবাধিকার-জনসেবা ইত্যাদি শেখানো হয়?
# এদের নিজস্ব মগজ বের করে কি প্রোগ্রাম করা নতুন মগজ মাথায় ভরে দেয়া হয়?
# এদের বিবেক-বুদ্ধি লোপ পায় কেন?
# এদের যে বিভিন্ন সরকার নানাভাবে অপব্যবহার করে এরা প্রতিবাদ করেনা কেন?
# কেন এরা গনপদত্যাগ করেনা? …ইত্যাদি প্রশ্ন আমাকে অবিশ্রান্ত করে ফেলে।
ক্ষমতা এমন একটা জিনিস যা শুধুমাত্র ভালোকাজে লাগালেই ভালো ফল পাওয়া যায়, অন্যথায় নয়।
# এটা কি প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারি দলের এমপি, ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানেন না?
# এনারা যদি না জানেন বা না মানেন তাহলে তাদের দেখে যারা অনুকরণ করে সেসব তৃনমূলের নেতা-কর্মীরা কিভাবে জাতে আসবে?
# সাধারন জনগন কি তবে নিজেদের অন্ধ-কালা-দুর্বল গরু-গাধা ভাবতে শুরু করবেনা?
উপরের বক্তব্যের প্রেক্ষাপট হলোঃ বিডিনিউজের সংবাদকর্মী ও অফিসের কর্মচারিদের উপর সশস্ত্র হামলা; প্রথম আলো’র ৩ ফটোসাংবাদিককে দিনে-দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কনস্টেবলের মারধর-হেনস্তা; সম্প্রতি শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের অমানবিক হামলা; পাবনাতে ৩দিনের মধ্যে একজন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর দুর্নীতির ও আরেকজন এডওয়ার্ড কলেজে অনৈতিক কর্মকান্ডের খবর দেওয়ায় হামলার শিকার; সাংবাদিক বিভাস দা’র সড়ক দূর্ঘটনায় মৃত্যু এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ডি থানার ওসি’র কীর্তি; তেল-গ্যাস কমিটির প্রতিবাদ মিছিল ও সমাবেশে পুলিশি হামলা; বিএনপি’র হরতাল-বিক্ষোভে পুলিশী হামলা-নির্যাতন এবং কোন কর্মসূচীর আগে ধড়পাকড়; এবং সারাদেশে প্রতিদিন ঘটে যাওয়া সরকার সমর্থকদের হামলা-মামলা-সন্ত্রাস আর পুলিশী সহায়তা।

No comments

Powered by Blogger.