‘২০১৫ সাল দেশের মানুষের মুক্তির বছর’
বিকল্পধারা
বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ২০১৫
সাল হবে এই জালিম সরকারের হাত থেকে দেশের মানুষের মুক্তির বছর। আমরা
অত্যাচারী জালিমদের সঙ্গে থাকবো না। যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করবে
তাদের সঙ্গে থাকবো। এই জালিম সরকারকে হঠাতে দেশপ্রেমিক গণতান্ত্রিক
দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল বিকালে কুড়িল বিশ্বরোডে দলের
কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘বিগত বছরের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বি. চৌধুরী বলেন, মানুষ একটি
দিনের জন্য বসে থাকে হাসিমুখে ভোট দেয়ার জন্য। কিন্তু এ সরকার ৫ই জানুয়ারির
ভোটারবিহীন নির্বাচন করে জনগণের ভোট দেয়ার অধিকার হরণ করেছে। ১৫৩ জন বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠন করা
হয়েছে জাতীয় সংসদ এবং একটি ‘মাইনোরিটি সরকার’। এর নাম গণতন্ত্র? বর্তমান
সরকারকে ‘জালিম’ আখ্যায়িত করে সাবেক এ প্রেসিডেন্ট বলেন, আসুন আমরা
প্রতিজ্ঞাবদ্ধ হই। এ দেশ ও গণতন্ত্রকে রক্ষার জন্য এই জালিম সরকারকে হটাতে
আমারা একজোট হয়ে কাজ করব। তিনি বলেন, আমরা ক্ষমতার রাজনীতির বদলে দায়িত্বের
রাজনীতি প্রতিষ্ঠা করব। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার
মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, আবদুর রউফ মান্নান, আজিজ আকন্দ, মাহবুব
আলী, মাহফুজুর রহমান, মো. শাহ আলম, বিএম নিজাম, সাইফুল ইসলাম শোভন, মিজানুর
রহমান রিটু, ইকবাল আহম্মেদ প্রমুখ।
No comments