ফেনীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
ফেনীতে
ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কীর র্যালি থেকে ককটেল বিস্ফোরণ করলে পুলিশের
সঙ্গে ছাত্রদল কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। গতকাল ঘণ্টাব্যাপী সংঘর্ষে
ছাত্রদল কর্মীরা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক অবরোধ করে অন্তত ২০টির
অধিক যানবাহন ভাঙচুর করে। এসময় সড়কের দু’পাশে বেশ কয়েকটি ব্যবসায়িক
প্রতিষ্ঠানের কাচ ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ও
টিয়ারশেল ছুড়ে। এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা পিছু হটে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের ফেনী মহিপাল অংশে সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
সংঘর্ষে ছাত্রদল কর্মী, মহিলা, শিশু ও সাধারণ পথচারীসহ অন্তত ২০ জন আহত হন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল হক জানান, ছাত্রদলের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের
ওয়াপদা মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। মিছিলে পৌর বিএনপির
সভাপতি আলালউদ্দিন আলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন
পাটোয়ারী, জেলা ছাত্রদলের একাংশের সভাপতি নঈম উল্লাহ চৌধুরীর নেতৃত্বে
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই সড়কে শেষ করার এক
পর্যায়ে শোভাযাত্রা থেকে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় ছাত্রদল কর্মীরা
পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছুড়ে মারে। পুলিশ পরিস্থিতি
নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শটগানের গুলি ও টিয়ারশেল ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে
দেয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মীদের আটক করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিপুলসংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে। জেলা
ছাত্রদলের একাংশের সভাপতি নঈম উল্লাহ চৌধুরীর বক্তব্য জানার চেষ্টা করলে
তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
No comments