ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার, ৩৯ খুনের স্বীকারোক্তি
ব্রাজিলের ভয়ঙ্কর সিরিয়াল কিলার থিয়াগো
হেনরিক গোমেজ দা রোচা (২৬)। গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে ৩৯টি
হত্যাকা-ের স্বীকারোক্তি দিয়েছে সে। সবকিছু আর সবার ওপর ক্রোধ অনুভব করে
বিকৃত মস্তিষ্কের থিয়াগো। ক্রোধের বশবর্তী হয়ে হত্যা করেছে ৩৯টি প্রাণ।
নারী, সমকামী আর গৃহহীন ব্যক্তিরা ছিল তার টার্গেট। এ খবর দিয়েছে
ইন্ডিপেন্ডেন্ট। ব্রাজিলের কেন্দ্রীয় রাজ্য গোইয়াসে এতগুলো হত্যাকা-
ঘটিয়েছে থিয়াগো। মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। খুনের স্বীকারোক্তিতে
সে বলে, সবকিছুর ওপর তার ক্রোধের কারণে সে এসব খুন করেছে। তার ভাষ্যমতে,
শুধু খুন করলেই তার ক্রোধ প্রশমিত হতো। পুলিশ প্রধান ডিউসনি অ্যাপারেসিডো
এক সংবাদ সম্মেলনে বলেন, ভিকটিমদের সঙ্গে তার কোন যোগসূত্র ছিল না।
এলোমেলোভাবে শিকার বেছে নিয়েছে সে। থিয়াগোকে জিজ্ঞাসাবাদে উপস্থিত এক পুলিশ
কর্মকর্তা বলেছেন, তার শান্ত প্রকৃতি দেখে আমরা সবাই বিস্মিত। সে যাদের
হত্যা করেছে তাদের ১ থেকে ৩৯ পর্যন্ত সংখ্যায় চিহ্নিত করেছে। পুলিশের শীর্ষ
গোয়েন্দা জোয়াও গোর্সকি সাংবাদিকদের বলেন, আমার বিশ্বাস সে একজন সিরিয়াল
কিলার। শুরুর দিকে যত্রযত্র খুন করা শুরু করে। কিন্তু শেষের দিকে এসে একটি
ধরন প্রতিষ্ঠা করে সে। আদালতে উপস্থিত হওয়ার অপেক্ষায় আসে থিয়াগো। তার
আইনজীবীর দাবি আক্রমণাত্মক প্রশ্নের মুখে তাকে ওইসব অপরাধ স্বীকার করতে
বাধ্য করা হয়েছে যেগুলো সে করেনি। পুলিশ আরও জানিয়েছে, থিয়াগো বৃহস্পতিবার
তার সেলে ভাঙা বাল্ব দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে এক নিরাপত্তা
রক্ষী তাকে ঠেকাতে সক্ষম হয়। মামলার এক তদন্ত কর্মকর্তা নর্টন ফেরেইরা
বলেন, থিয়াগোর বাড়িতে উদ্ধারকৃত একটি সরঞ্জামের সঙ্গে এ বছর হওয়া কমপক্ষে ৬
নারী হত্যাকা-ের যোগসূত্র রয়েছে। এদিকে কমপক্ষে আরও ৩৩টি হত্যাকা-ের
স্বীকারোক্তি দিয়েছে সে। এসব ঘটনার শুরু ২০১৩ সালের প্রথম দিক থেকে।
No comments