ধারাবাহিকে জুটিবদ্ধ হলেন পার্থ-অপর্ণা
এর আগে বিভিন্ন খণ্ড নাটকে পার্থ বড়ুয়া ও অপর্ণা একসঙ্গে কাজ করলেও এবারই প্রথম ধারাবাহিক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকের নাম ‘রাব্বু ভাইয়ের বউ’। নাটকে রাব্বু চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা। এ নাটকে অভিনয় প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘রাব্বু ভাইয়ের বউ নাটকের মূল কাহিনী কিন্তু অপর্ণাকে ঘিরেই।
আমি মনে করি সবকিছু ঠিকঠাকভাবে চললে এ নাটকটি দিয়েই অপর্ণা তার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবে।’ অপর্ণা বলেন, ‘পার্থ দা’র সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা সব সময়ই অনেক ভালো। আমরা দু’জনই চট্টগ্রামের সন্তান বলে এমন হয় কি না আমার জানা নেই। শুটিং চলাকালীন কাজের বাইরেও দাদা সময়টাকে এত উপভোগ করেন যে, সহশিল্পীরাও তাতে অংশ না নিয়ে পারে না। নাটকের গল্প আমাকে ঘিরে হলেও পার্থ দা’রও চমৎকার ভূমিকা রয়েছে এতে।’ আজ থেকে প্রতি শনি, রবি ও সোমবার রাত ৯টায় চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে।
No comments