মোগল আমলে ভারতবর্ষ ছিল বিশ্বের সর্বকালের অন্যতম ধনী দেশ -ফরচুন
মোগল আমলে ভারত ছিল বিশ্বের সর্বকালের অন্যতম ধনী দেশ। আমেরিকার বিজনেস ম্যাগাজিন ফরচুন এ তথ্য জানিয়েছে। ফরচুনের হিসাবমতে, ১৭০০ সালের দিকে মোগল ভারতবর্ষে বিশ্বের মোট সম্পদের ২৫ শতাংশ সঞ্চিত ছিল। এর ফলে সর্বকালের অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় ভারতবর্ষের স্থান দাঁড়াচ্ছে ৩-এ।
ম্যাগাজিনটির ভাষ্যমতে, মোগল আমলে ভারতবর্ষের অর্থনীতি ছিল সবচেয়ে গতিশীল অর্থনীতির অন্যতম। ওই সময়ে ভারতবর্ষের জাতীয় আয় ইংল্যান্ড ও ফ্রান্সের প্রায় সমান ছিল।
ফরচুনের তালিকায় অন্য যেসব দেশ বা সা¤্রাজের নাম স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ১০০ শতকের রোমান সা¤্রাজ্য (১ নম্বরে সম্পদ ছিল ২৫ থেকে ৩০ শতাংশ), ১২ শতকের চীনের সঙ রাজবংশ (২ নম্বর স্থানে, তাদের সম্পদ ছিল ২৫ থেকে ৩০ শতাংশ), ১৮৭০ শতকের দিকে ব্রিটিশ সা¤্রাজ্য (৩ নম্বর স্থানে, তাদের সম্পদ ছিল ২১ শতাংশ)। আর ১৯৫০-এর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ ছিল বিশ্বের মোট সম্পদের প্রায় ৫০ শতাংশ।
সূত্র : এনডিটিভি।
No comments