পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
পদার্থবিদ্যায় চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জাপানের ইসামু আকাসাকি ও হিরোশি আমানো এবং আমেরিকার শুজি নাকামুরা। জ্বালানি সাশ্রয়ী উজ্জ্বল আলো তৈরি করতে পারে এমন নীল এলইডি (লাইট এমিটিং ডায়োড) উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে জানিয়েছে রয়্যাল সুইস একাডেমি।
৮৫ বছর বয়স্ক আকাসাকি মেইজো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ৫৪ বছর বয়স্ক আমানো নাগোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর ৬০ বছর বয়স্ক নাকামুরা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
১৯৯০-এর দশকের শুরুর দিকে তারা প্রথম নীল এলইডি তৈরি করেন, যার সাথে সবুজ ও লাল এলইডি যুক্ত করে জ্বালানি সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী নতুন ধরনের এলইডি বাতি তৈরি করা সম্ভব হয়। বিজ্ঞানীরা ক্রম উন্নয়নের মাধ্যমে এলইডি বাতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যাতে একটি এলইডি বাতি ১৬টি সাধারণ বাতি অথবা ৭০টি ফ্লুরোসেন্ট বাতির সমান আলো দিতে পারে।
নোবেল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে পরিমাণ বিদ্যুৎ প্রতিদিন খরচ হয়, তার এক চতুর্থাংশ যায় পৃথিবীকে আলোকিত করতে। এই এলইডি বাতি জ্বালানির পাশাপাশি কাঁচামালের চাহিদাও কমিয়ে আনতে পারে, কারণ একটি সাধারণ বাতি যেখানে গড়ে ১ হাজার ঘণ্টা আলো দেয়, সেখানে এলইডি বাতি এক লাখ ঘণ্টা আলো দিতে পারে। এই তিন বিজ্ঞানীর উদ্ভাবন বিপ্লব ঘটিয়েছে। সাধারণ লাইট বাল্ব ২০ শতকের পৃথিবীকে আলোকিত করেছে। আর একুশ শতকের পৃথিবীকে আলোকিত করবে এলইডি বাতি।
রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার।
গতকাল মেডিসিনে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। তাতেও তিনজন পুরস্কার পেয়েছিলেন।
No comments