নিয়মিত হয়েছেন মিথিলা
প্রায় দু’বছর অভিনয় থেকে দূরে ছিলেন মিথিলা। ঈদের নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও পর্দায় ফিরলেন তিনি। এরই মধ্যে ঈদের পাঁচটি নাটকে অভিনয় করেছেন মিথিলা। রেদওয়ান রনির পরিচালনায় ‘আয়না মহলে আয়না’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ফিরতি যাত্রা শুরু তার। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেন সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া। নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে।
এছাড়াও ‘শুভপ্রাপ্তি’, মাহফুজ আহমেদের নির্দেশনায় ‘সূর্যান্তের আগে’, হুমায়ুন সাধুর ‘মুসিবত রিলোডেড’ এবং সানী চৌধুরীর ‘উত্তরের বারান্দায় দখিনা হাওয়া’ নাটকে অভিনয় করেন। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেন যথাক্রমে নিলয়, মাহফুজ আহমেদ, ইরেশ যাকের ও অপূর্ব। ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি এমনিতেই খুব কম কাজ করি। ঈদ আসছে বলে চাকরির পাশাপাশি পাঁচটি নাটকে কাজ করেছি। রেদওয়ান রনির নাটকে এর আগেও আমি কাজ করেছি। তার কাজ সব সময়ই বেশ গুছানো হয়। অন্যদিকে মাহফুজ ভাই কিংবা অন্যদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও আমার অনেক ভালো। প্রতিটি নাটকেই আমার চরিত্র ভিন্নরকম। যে কারণে বলতে পারি যে আলাদা আলাদাভাবে প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে।’ অভিনয় থেকে দূরে থাকা প্রসঙ্গে তিনি জানান, ‘ব্র্যাক-এ চাকরির ব্যস্ততার কারণে অভিনয়ে সময় দেয়া তার কঠিন হয়ে পড়েছিল। এখন ব্যস্ততা একটু কমেছে বলেই ফের অভিনয় শুরু করেছি।’ তবে অভিনয়ে পুরোপুরি পেশাদারি হওয়ার কোনো আগ্রহ নেই তার। চাকরির পাশাপাশি যেটুকু অবসর মিলবে তাতেই তিনি চেষ্টা করবেন ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে।
No comments