বিচারের আগে শ্যারনের মৃত্যু লজ্জাজনক : এইচআরডব্লিউ

নিহত ফিলিস্তিনিদের হত্যার দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগেই ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের মারা যাওয়ার ঘটনাকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এ সংস্থার মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক সারাহ লি হোয়াইটসন শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন। খবর আল আহরামের। দীর্ঘদিন কোমায় থাকার পর শনিবার মারা যান ৮৫ বছর বয়সী শ্যারন। এর আগে ২০০৬ সালের ৪ জানুয়ারি স্ট্রোক করার পর থেকে দীর্ঘ সাত বছর কোমায় থাকেন তিনি। তার মৃত্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সারাহ লি হোয়াইটসন এক বিবৃতিতে বলেন, ‘সাবরা ও শাতিলা হত্যাকাণ্ডসহ অন্যান্য মানবাধিকারবিরোধী ভূমিকার জন্য বিচার করার আগেই শ্যারন কবরে চলে গেলেন, এটি সত্যিই লজ্জাজনক।’ তার বিচার ছাড়া এভাবে চলে যাওয়ার ঘটনায় হাজার হাজার ভুক্তভোগী ফিলিস্তিনির দীর্ঘশ্বাসে বাতাস আরও ভারি হয়ে ওঠেছে বলেও তিনি মন্তব্য করেন। শ্যারনকে একজন দাগি অপরাধী হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, এ সব মানবাধিকারবিরোধী ভূমিকায় বিচারের জন্য শ্যারনকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হবে বলে প্রত্যাশা করেছিল এইচআরডব্লিউ। ১৯৮২ সালে লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসী যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন শ্যারন। এছাড়া সাবরা-শাতিলা শরণার্থী শিবিরে শত শত নিরীহ ফিলিস্তিনি হত্যার জন্য তাকেই দায়ী করা হয়। লেবাননের রাজধানী বৈরুতের বাইরে অবস্থিত এ দুই শিবিরে শ্যারন লেবাননের পেটোয়া বাহিনীকে প্রবেশের অনুমতি দেয়ার পরিপ্রেক্ষিতে ইতিহাসের এ নজিরবিহীন হত্যাকাণ্ড ঘটে।
ফিলিস্তিনে উৎসব লেবাননে মিষ্টি...
শনিবার শ্যারনের মৃত্যুর সংবাদে উল্লাসে ফেটে পড়ে ফিলিস্তিন ও লেবাননের ফিলিস্তিনি জনগণ। মৃত্যুদূত খ্যাত শ্যারনের মৃত্যু সংবাদের আনন্দে মিস্টি বিতরণ উৎসব শুরু হয় দু’দেশেই। হামাস মুখপাত্র সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেন, আমাদের জনগণ এক ঐতিহসিক মুহূর্ত অতিক্রম করছে। আজ সেই অপরাধী মারা গেছেন যার হাত ফিলিস্তিনি জনতা আর তাদের নেতাদের রক্তে রঞ্জিত ছিল। আজ সমাহিত হবেন শ্যারন : সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের মরদেহ আজ দক্ষিণ ইসরাইলের নেগেভে সমাহিত করা হবে। রোববার তার মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, অ্যারিয়েল শ্যারনের স্মৃতি চিরদিন জেগে থাকবে ইসরাইলিদের হৃদয়ে।

No comments

Powered by Blogger.