পাকিস্তানের সাহসী নক্ষত্র খেতাব পেল সেই দুঃসাহসী কিশোর
নিজের জীবন দিয়ে আত্মঘাতী বোমা হামলাকারীকে নিবৃত্ত করে শত শত ছাত্রের জীবন রক্ষার জন্য পাকিস্তানের কিশোর আইতজাজ হাসানকে দেশের সর্বোচ্চ সাহসিকতার পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত সোমবার এক আÍঘাতী বোমা হামলাকারী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হামদু জেলার একটি স্কুলে হামলা চালাতে এলে ওই স্কুলের ১৫ বছর বয়সী ছাত্র আইতজাজ হাসান অসীম সাহসিকতায় হামলাকারীকে মোকাবেলা করে। এর ফলে স্কুলের শত শত ছাত্রের প্রাণ রক্ষা পায়। কিন্তু আÍঘাতী বোমা হামলাকারী স্কুল গেটেই বিস্ফোরণ ঘটালে আইতজাজ হাসান আহত ও পরে হাসপাতালে মারা যায়। এ ঘটনার অন্য কেউ আহত বা নিহত হয়নি।
এই সাহসী ভূমিকার ফলে আইতজাজ হাসান পাকিস্তানের জাতীয় বীরে পরিণত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দফতর থেকে জানানো হয়, তারা প্রেসিডেন্ট মামনুন হুসাইনকে ‘শহীদ আইতজাজ হাসাককে মরনোত্তর সিতারা-ই-শুজ্জাত (সাহসিকতার নক্ষত্র) পদক প্রদান অনুমোদনের সুপারিশ করেছে।’ শুক্রবার রাতে ইস্যুকৃত প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘শহীদ আইতজাজের সাহসী কাজ কয়েকশ’ ছাত্রের জীবন রক্ষা করেছে এবং সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ আইতজাজ হাসানের এই সাহসিক কাজ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়।
No comments