‘যৌথবাহিনীর অভিযানে টার্গেট কিলিং চলছে’
যৌথবাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে যৌথবাহিনীর অভিযানের আড়ালে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনী বিরোধী দলের অনেক নেতাকর্মীকে গায়ে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। বেশির ভাগ অভিযান চালানো হচ্ছে রাতের বেলায়। চলছে টার্গেট কিলিং। লিখিত বক্তব্যে বলা হয়, সহিংসতার প্রকৃত ঘটনা অনুসন্ধানে আমরা দেশের নিরপেক্ষ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি। আমাদের অনেকেই ইতিমধ্যে ব্যাপক সহিংসতার শিকার নোয়াখালী, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, নীলফামারীসহ বিভিন্ন জেলায় তথ্য সংগ্রহ করতে গেছেন। তাদের পাঠানো রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা তথ্য-প্রমাণসহ উপস্থাপন করবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়ুয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
No comments