আমরা শ্বাসরুদ্ধকর অবস্থায় এসে দাঁড়িয়েছি : বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ভোটের অধিকার বড় অধিকার। তবে তার চেয়ে বড় অধিকার ‘বেঁচে থাকা’।
দেশের সাম্প্রতিক মানবাধিকার-পরিস্থিতি নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সংলাপে আজ তিনি আফসোসের সূরে বলেন, জানমাল রক্ষা করা ফরজ। কিন্তু এই সময়ে আমরা সেই ফরজ আদায় করতে পারছি না। শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি। সমাধান কোন দিকে তাও জানি না। জাতীয় মানবাধিকার কমিশন সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংলাপের আয়োজন করে। কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী ওই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমির। প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি হাবিবুর রহমান বলেন, আমরা যারা তুলনামূলকভাবে শিক্ষিত, বিত্তবান, তাদের চেয়ে যারা গরিব-অসহায় মানুষ তাদেরকে এই পরিস্থিতিতে বেশী সহ্য করতে হচ্ছে। শুধু রাজনীতিবিদদের প্রতি দায় চাপাতে চাই না, শুধু তাদের দোষারোপ করে লাভ নেই। তবে এটুকু বলবো- যে দুর্গতিতে আমরা পরেছি, তা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। এটি বিবেচনায় হলেও সমাধানের একটা পথ খুঁজে বের করতে হবে।
No comments