ইংলাকের সংস্কার প্রস্তাব বিরোধীদের প্রত্যাখ্যান
চলমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ওয়াত্রা বুধবার এক ভাষণে জাতীয় সংস্কার পরিষদ ইংলাক সিনা-টেলিভিশন গঠনের প্রস্তাব করেছেন। বিরোধীদলের ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দিলেন। প্রস্তাবটিতে থাইল্যান্ডের রাজনৈতিক পদ্ধতি সংস্কারের জন্য ৪৯৯ জন খ্যাতিমান থাই নাগরিককে পরিষদের সদস্যের প্রস্তাব দেন। প্রাথমিকভাবে ২ হাজার সদস্য থেকে ৪৯৯ জনকে বেছে নেয়ার প্রস্তাব করেন তিনি।
১১ সদস্যের এক কমিশন স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রেখে ‘জাতীয় সংস্কার পরিষদ’ গঠনের প্রক্রিয়াটি পরিচালনা করবেন। জাতীয় পর্যায়ে সংস্কার আনার লক্ষ্যে একটি কর্মকৌশল প্রণয়নের এটাই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন ইংলাক। এদিকে, নির্বাচনের আগেই সংস্কারের দাবিতে আন্দোলনরত বিরোধী নেতারা প্রধানমন্ত্রী ইংলাকের এ ঘোষণা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনকারীদের মুখপাত্র আকানান্ত প্রোমথন বলেছেন, ইংলাক সংস্কারের ব্যাপারে আন্তরিক নন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার আন্তরিকতা প্রমাণের জন্য পদত্যাগ করে সংস্কারের পথ সুগম করতে পারে। বিরোধী নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার শেষে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে তারা অংশ নেবেন।
No comments