বলিউড- এক নম্বরে ক্যাটরিনা
অবশেষে হারানো গৌরব ফিরে পেয়েছেন বিলেতি সুন্দরী ক্যাটরিনা কাইফ। নিঃসন্দেহে এ বছরের বলিউড সম্রাজ্ঞী মিস কাইফ। ক্যাটরিনার এক থা টাইগার শুধু ভারত থেকে আয় করেছে ১৯৮ কোটি রুপি! বহির্বিশ্ব আয়, অন্যান্য স্বত্ব যোগ করে অঙ্কটা দাঁড়াবে প্রায় ৩০০ কোটিতে!
ভাবা হয়েছিল, এই রেকর্ড ভাঙার সাধ্য বুঝি অন্য কোনো ছবিরই হবে না। কিন্তু মাত্র তিন মাসের মাথায় ক্যাটরিনা নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে বসেছেন। যশ রাজ ফিল্মসের এক থা টাইগারকে নিমেষেই উড়িয়ে দেওয়ার সংকেত দিয়েছে একই প্রযোজনা সংস্থার ছবি জাব তাক হ্যায় জান। মাত্র পাঁচ দিনে ভারত ও এর বাইরে এ ছবি আয় করেছে ১২২ কোটি ৪৩ লাখ রুপি। প্রতিদিন প্রায় ২৫ কোটি রুপি আয় করে চলেছে যে ছবি, সে ছবি যে সহসাই এক থা টাইগার্লএর জান তুলাধুনা করবে, তা বলা যেতেই পারে। প্রশ্ন উঠেছিল, ‘এত নায়িকা থাকতে যশ চোপড়ার মতো নির্মাতা কেন বরফ-শীতল ক্যাটরিনাকে প্রধান নায়িকা চরিত্রে বেছে নিয়েছিলেন? কাজল কিংবা কারিনা কাপুর থাকলে অনেক বেশি জাদুকরি মনে হতো’—নিন্দুকের হাহাকার! এ প্রসঙ্গে যশ চোপড়া তনয় উদয় চোপড়া বলেন, ‘বাবা সব সময় বিশ্বাস করতেন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে শ্রেষ্ঠ। যাঁদের “মেধাহীন” বলা হয়, তাঁদের কাছ থেকে হয়তো নির্মাতারাই শ্রেষ্ঠ কাজটি বের করে আনতে পারেননি। এ কারণেই নন-গ্ল্যামারাস উপাধিপ্রাপ্ত কাজলকে তিনি নায়িকা করেছিলেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে। কারিশমা কাপুরকে যখন কেউ নায়িকা মানতে চাইছিলেন না, দিল তো পাগল হ্যায় ছবিতে সুযোগ দিয়েছিলেন। প্রীতি জিনতাকে পাশ্চাত্য সাজেই মানায়; পাকিস্তানি তরুণীর চরিত্রে বেমানান লাগবে—সম্পূর্ণ স্রোতের বিপরীতে গিয়ে প্রীতিকে তিনি নিয়েছিলেন বীর-জারাতে “জারা” চরিত্রে। সব ক্ষেত্রেই তিনি সাফল্য পেয়েছেন শতভাগ। আর তাই এবারও ক্যাটরিনাকে তিনি নিয়েছিলেন ক্যাটের অপ্রকাশিত মেধাকে প্রস্ফুটিত করার জন্য।’ ব্যর্থ হননি যশ চোপড়া। অনেকেই টুইট দিচ্ছেন, ক্যাটরিনা এই প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেবেন। টুইটারে শাহরুখ খান, আনুশকা শর্মা ট্রেন্ড না হলেও ‘ক্যাটরিনা’ হচ্ছেন। তবে এত সহজে অপবাদ ঘুঁচে যাবে, এমনটি আশা করাও ভুল। মার্কিন মুলুকের প্রেক্ষাগৃহে জাব তাক হ্যায় জান দেখে আমাদের দেশের অভিনেত্রী তারিন ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘ছবিটি অসাধারণ। শাহরুখ-আনুশকাও দুর্দান্ত। তবে ক্যাটরিনা নীরব, নিথর ও প্রাণহীন।’ তার পরও এটাই সত্যি, ট্রেন্ড-বিশ্লেষকেরা ক্যাটরিনাকেই এক নম্বর মানছেন। কারণ, বক্স অফিসই সব কথার শেষ কথা। আর বক্স অফিসের ভাষ্যমতে, ক্যাটের ঝুলিতে এ বছর দু-দুটি ঐতিহাসিক ‘ব্লকবাস্টার’ হিট। সঙ্গে আছে ‘চিকনি চামেলি’র মহা সাফল্য। অগ্নিপথ ব্লকবাস্টার হিট হওয়ার পেছনে ‘চিকনি চামেলি’র অবদান সিংহভাগ—দ্ব্যর্থহীন কণ্ঠে সবাই বলেন। ক্যাটের ঝুলিতে আছে আরও দুটি নিশ্চিত ব্লকবাস্টার হিট—ধুম থ্রি (আমির খান), নাইট অ্যান্ড ডে (হূতিক রোশন)। সুতরাং, ক্যাটরিনাই এখন এক নম্বর: পরীক্ষিত! প্রমাণিত!রুম্মান রশীদ খান
স্টারডাস্ট, কোইমোই, টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার ডট কম অবলম্বনে
No comments