অস্ত্রধারীর গুলিতে বেনগাজির পুলিশ প্রধান নিহত
লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরের পুলিশের প্রধান ফ্রাজ আল-দেরসিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত অস্ত্রধারীরা। গত বুধবার রাতে তাঁর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
পুলিশের এক সূত্র জানিয়েছে, অজ্ঞাত অস্ত্রধারীরা পুলিশপ্রধানের বাসভবনের সামনে গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। দেরসির শরীরে তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সূত্র আরো জানায়, দেরসির ওপর হামলাটি চালানো হয়েছে অতর্কিতে। গত ১১ সেপ্টেম্বর বেনগাজিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে সন্ত্রাসী হামলার ঘটনার পর দেরসিকে নগরীর পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চার মার্কিন নাগরিক নিহত হন।গত বছর লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসন অবসানের পর থেকে দেশটিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ছোট ছোট সশস্ত্র গোষ্ঠীগুলো নিজস্ব আধিপত্য বিস্তারের জন্য মাঝেমধ্যেই সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। লিবিয়া সরকার এসব গোষ্ঠীকে নিরস্ত্র করার চেষ্টা চালাচ্ছে। তবে গাদ্দাফিবিরোধী লড়াইয়ের সময় ওইসব গোষ্ঠীর হাতে যেসব অস্ত্র চলে গিয়েছিল তা এখনো তাদের হাতেই রয়ে গেছে। এসব অস্ত্র তারা ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছে। বুধবারের হত্যাকাণ্ড বেনগাজিতে অব্যাহত সহিংস ঘটনার ধারাবাহিকতা। সূত্র : এএফপি, আলজাজিরা।
No comments