বিবৃতিতে মির্জা ফখরুল- বর্তমান সরকারের শাসনামল ইতিহাসের সবচেয়ে বর্বর
বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলকে ইতিহাসের সবচেয়ে বর্বর শাসনামল বলে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রায় আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করে মির্জা ফখরুল এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়ন নয়, ছলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে থাকার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় পুলিশের ছত্রচ্ছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হেমায়েত উল্লাহ (আওরঙ্গ), জামাল শরীফ, যুবদলের নেতা নুরুজ্জামান, বিএনপির নেতা এস এম কামাল, বাচ্চু সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা জামাল মুন্সীসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।
মির্জা ফখরুল বলেন, দেশ থেকে সব দল ও মতকে নিশ্চিহ্ন করে নিজেদের নব্য বাকশালি শাসনকে চিরস্থায়ী রূপ দেওয়ার হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া নিয়মিত কাজে পরিণত করেছে। এ ছাড়া পুলিশের নির্লজ্জ ছত্রচ্ছায়ায় যুবলীগ-ছাত্রলীগের লোকজন খুন, গুম, জখম, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির মতো অপকর্মের মাধ্যমে দেশকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
শরীয়তপুরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
No comments