ব্যবসায়ীদের বিভিন্ন দাবি- মানিকগঞ্জে মিছিল পৌর ভবন ঘেরাও
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌরসভার তত্ত্বাবধানে নির্মিত পৌর সুপার মার্কেটের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ব্যবসায়ীরা গতকাল বুধবার নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন। পৌর কর্তৃপক্ষ সওজের জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মার্কেটের মূল ফটকে সমবেত হন।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায়, এক যুগের বেশি সময় আগে সওজের জমিতে মার্কেট নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। মার্কেটে ৩৩০টি দোকান রয়েছে। ২০০২ সালে এটি চালু হয়। মার্কেটের বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়াসহ ব্যবসায়ীরা জানান, একটু বৃষ্টি হলেই মার্কেটের ভেতরে পানিতে সয়লাব হয়ে যায়। শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যবসায়ীরা তাঁদের নিজ নিজ মিটার থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করলেও পৌর কর্তৃপক্ষ বিদুৎ বিলের নামে টাকা আদায় করেন। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় দ্বিতল মার্কেটটি জরাজীর্ণ হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবি জানিয়ে এলেও পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় গতকাল তাঁরা বিক্ষোভ ও পৌর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন। পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, মার্কেটের এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
No comments