এই নগরে - দূর গ্রামে
রোটারি ক্লাব অব চিটাগাং ওশান ব্লুর নতুন কমিটির অভিষেক রোটারি ক্লাব অব চিটাগাং ওশান ব্লুর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন।
অতিথি ছিলেন রোটারি জেলা গভর্নর ইশতিয়াক এ জামান ও সদ্য বিদায়ী জেলা গভর্নর আমিনুজ্জামান ভূঁইয়া।সদ্য বিদায়ী সভাপতি নুরুল আবছার নতুন সভাপতি রেজাউর রহমানকে ‘প্রেসিডেন্ট কলার’ হস্তান্তর করেন। প্রধান অতিথি আবুল মোমেন রোটারিয়ানদের সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ‘প্রকৃত মানুষ’ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ বি এম ওয়াদুদ উল্লাহ, ফাতেমা জেবুন্নেসা, জয়নাল আবেদীন, সুফি মিজানুর রহমান প্রমুখ। ক্লাব সভাপতি রেজাউর রহমান নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ‘সেবার মাধ্যমে শান্তি’ প্রতিষ্ঠার প্রত্যাশা করেন। বিজ্ঞপ্তি।
শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বর্তমান সরকার: আবুল কাসেম
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম বলেছেন, শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বর্তমান
সরকার । শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন হয়েছে। তা ছাড়া ১ জানুয়ারির শিক্ষার্থীদের বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার সকল প্রস্তুতিও সম্পন্ন।
তিনি গত শনিবার সীতাকুণ্ডের সলিমপুরে ফৌজদারহাট কে এম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত দাতা সদস্যদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি কায়সারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত দাতা সদস্যরা হলেন মোহাম্মদ ইকবাল, সৈয়দ মোহাম্মদ তানভীর, গিয়াস উদ্দিন, মামুন উদ্দিন, সাইফুল হুদা, সোহরাওয়ার্দী সালাহ উদ্দিন, জাফর আহমেদ ও মঞ্জুর মোরশেদ। অনুষ্ঠানে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।
কবি নাটকের প্রদর্শনী ২৭ ও ২৮ নভেম্বর
অরিন্দম নাট্য সমপ্রদায়ের ২৯তম নতুন প্রযোজনা কবি নাটকটির প্রদর্শনী হবে আগামী ২৭ এবং ২৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা করেছেন সায়মন জাকারিয়া, নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। নাটকের টিকিট প্রদর্শনীর আগে মিলনায়তনে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।
No comments