হামলা ও বিচার
২৬ নভেম্বর ২০০৮ : মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেল, ইহুদি কেন্দ্র, একটি হাসপাতাল ও রেলস্টেশনে ১০ অস্ত্রধারী হামলা চালায়।
২৯ নভেম্বর ২০০৮ : হামলায় ১৬৬ জন নিহত হওয়ার পর নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
২৩ মার্চ ২০০৯ : বিশেষ আদালতে মামলার বিচার শুরু হয় এবং কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে কাসাবের সাক্ষ্য নেওয়া হয়।২৯ নভেম্বর ২০০৮ : হামলায় ১৬৬ জন নিহত হওয়ার পর নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
৩ মে ২০১০ : হত্যা ও হামলার অভিযোগে কাসাবকে দোষী সাব্যস্ত করা হয়।
৬ মে ২০১০ : বিশেষ আদালত কাসাবের ফাঁসির আদেশ দেন।
৩১ জানুয়ারি ২০১২ : আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন কাসাব।
২৯ আগস্ট ২০১২ : সুপ্রিম কোর্ট ফাঁসির আদেশ পুনর্বহাল রাখেন।
৫ নভেম্বর ২০১২ : কাসাব সাধারণ ক্ষমা চেয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি তা প্রত্যাখ্যান করেন।
২১ নভেম্বর ২০১২ : পুনের ইয়েওয়াড়া কারাগারে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় কাসাবের ফাঁসি কার্যকর হয়।
No comments