ঢাকার সাড়ে ৩ লাখ ভবনের প্রায় দেড় লাখই ঝুঁকিপূর্ণ
রাজধানী ঢাকার সাড়ে তিন লাখ ভবনের প্রায় দেড় লাখই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ ভবনের আবার ৯০ হাজারই পুরান ঢাকায়৷ রাজউক পাঁচ হাজার অধিক ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশ দিলেও তা কার্যকর হচ্ছে না৷ বিশেষজ্ঞরা বলছেন, দিন দিনে পুরনো ঢাকার ভবনগুলো মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে৷
ঘটনা ঘটলেই আলোচনা শুরু হয়৷ আবার কয়েকদিন পর তা থেমে যায়৷ মঙ্গলবার পুরান ঢাকার শাঁখারি পট্টিতে ভবন ধসের ঘটনায় তাই আবারো আলোচনায় শুরু হয়েছে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে৷
দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো দু'বছর আগে ঢাকার ভবনগুলো নিয়ে একটি জরিপ করেছে৷ আর সেই জরিপ দলের নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাকসুদ কামাল৷
তিনি জানান, ঢাকার প্রায় সাড়ে তিন লাখ ভবনের ৪০ ভাগ ভবনই ঝুঁকিপূর্ণ৷ কারণ এইসব ভবন ইট-সুরকির তৈরি৷ রড সিমেন্ট ব্যবহার করা হয়নি৷ আর ঝুঁকিপূর্ণ ভবনের অধিকাংশই পুরান ঢাকায়৷
তিনি বলেন, তাদের জরিপের ভিত্তিতে রাজউক পাঁচ হাজার ভবনকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিটি করপোরেশনের মাধ্যমে ভেঙে ফেলার নোটিশ দেয়৷ কিন্তু ভবন মালিকরা আইনের ফাঁকফোকর দিয়ে সেই নোটিসকে পাশ কাটিয়ে এখনো ভবনগুলোকে রেখে দিয়েছেন৷
তার মতে, পুরনো ঢাকার এই ভবনগুলো এখন মৃত্যু ফাঁদ৷ যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে৷ তাই সরকারের উচিত এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া৷ সূত্র: ডিডব্লিউ
তিনি জানান, ঢাকার প্রায় সাড়ে তিন লাখ ভবনের ৪০ ভাগ ভবনই ঝুঁকিপূর্ণ৷ কারণ এইসব ভবন ইট-সুরকির তৈরি৷ রড সিমেন্ট ব্যবহার করা হয়নি৷ আর ঝুঁকিপূর্ণ ভবনের অধিকাংশই পুরান ঢাকায়৷
তিনি বলেন, তাদের জরিপের ভিত্তিতে রাজউক পাঁচ হাজার ভবনকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিটি করপোরেশনের মাধ্যমে ভেঙে ফেলার নোটিশ দেয়৷ কিন্তু ভবন মালিকরা আইনের ফাঁকফোকর দিয়ে সেই নোটিসকে পাশ কাটিয়ে এখনো ভবনগুলোকে রেখে দিয়েছেন৷
তার মতে, পুরনো ঢাকার এই ভবনগুলো এখন মৃত্যু ফাঁদ৷ যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে৷ তাই সরকারের উচিত এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া৷ সূত্র: ডিডব্লিউ
No comments