বাংলাদেশে ২৫ বছর পূর্ণ করল এমিরেটস্-সিঙ্গাপুর এয়ারলাইনস
বাংলাদেশে দুটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ২৫ বছর পূর্ণ করেছে। দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস্ গত বৃহস্পতিবার ঢাকায় তাদের ফ্লাইট পরিচালনার ২৫তম বার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে এমিরেটস্ ফ্লাইটে ভ্রমণকারী পাঁচজন ইকোনমি ক্লাসের যাত্রীকে লটারির মাধ্যমে বিজনেস ক্লাসে ভ্রমণের সুয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেইন ও এমিরেটসের এরিয়া ম্যানেজার সতিশ শেঠী।
এদিকে সিঙ্গাপুর এয়ারলাইনসও বাংলাদেশে তাদের ২৫ বছর পূর্ণ করেছে। দিনটি স্মরণীয় করে রাখতে গত শনিবার এর সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে র্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শীর্ষ ১০ ট্রাভেল ও কার্গো এজেন্টকে তাদের রেডিনিউ পারফরমেন্সের জন্য পুরস্কার দেওয়া হয়। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন, সিঙ্গাপুর এয়ারলাইনসের রিজিওনাল ভাউস প্রেসিডেন্ট (ওয়েস্ট এশিয়া ও আফ্রিকা) ক্যাসি ওউইয়ং, জিএসএ এমএএএস ট্রাভেল অ্যান্ড টুরসের চেয়ারম্যান আজিজুর রহমান, জিএসএ ইউনাইটেড এভিয়েশনের চেয়ারম্যান আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুর এয়ারলাইনস সূত্রে জানা যায়, ১৯৮৬ সালের ২৯ অক্টোবর এয়ারবাস এ৩১০ দিয়ে সিঙ্গাপুর-ঢাকা-কলকাতা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু। এ দীর্ঘ সময়ে বিভিন্ন রুটে নতুন ধরনের এয়ারক্রাফটও সংযোজিত হয়েছে, যাত্রীও বেড়েছে। বর্তমানে সিঙ্গাপুর এয়ারলাইনস প্রতিদিন ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে তাদের সর্বাধুনিক মিডিয়াম হউল এয়ারক্রাফট এয়ারবাস এ ৩৩০ দিয়ে পরিচালনা করছে। যাত্রীবাহী বিমানের কার্গো স্পেস ১৯৯২ সালে ঢাকায় প্রতিষ্ঠানটি প্রথম কার্গো বিমান চালু করে। পরবর্তী সময়ে ২০০৯ সালের এপ্রিলে এটিকে সিঙ্গাপুর-ঢাকা-শারজাহ-ব্রাসেলস রুটে বোয়িং ৭৪৭-৪০০ ফ্রেইটারে উন্নীত করা হয়। সিঙ্গাপুর এয়ারলাইনসের ওয়েস্ট এশিয়া আফ্রিকার রিজিওনের ভাইস প্রেসিডেন্ট ক্যাসি ওউইয়ং বলেন, সিঙ্গাপুর এয়ারলাইনস বাংলাদেশে আসলেই উন্নতি করেছে।
সিঙ্গাপুর এয়ারলাইনস সূত্রে জানা যায়, ১৯৮৬ সালের ২৯ অক্টোবর এয়ারবাস এ৩১০ দিয়ে সিঙ্গাপুর-ঢাকা-কলকাতা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু। এ দীর্ঘ সময়ে বিভিন্ন রুটে নতুন ধরনের এয়ারক্রাফটও সংযোজিত হয়েছে, যাত্রীও বেড়েছে। বর্তমানে সিঙ্গাপুর এয়ারলাইনস প্রতিদিন ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে তাদের সর্বাধুনিক মিডিয়াম হউল এয়ারক্রাফট এয়ারবাস এ ৩৩০ দিয়ে পরিচালনা করছে। যাত্রীবাহী বিমানের কার্গো স্পেস ১৯৯২ সালে ঢাকায় প্রতিষ্ঠানটি প্রথম কার্গো বিমান চালু করে। পরবর্তী সময়ে ২০০৯ সালের এপ্রিলে এটিকে সিঙ্গাপুর-ঢাকা-শারজাহ-ব্রাসেলস রুটে বোয়িং ৭৪৭-৪০০ ফ্রেইটারে উন্নীত করা হয়। সিঙ্গাপুর এয়ারলাইনসের ওয়েস্ট এশিয়া আফ্রিকার রিজিওনের ভাইস প্রেসিডেন্ট ক্যাসি ওউইয়ং বলেন, সিঙ্গাপুর এয়ারলাইনস বাংলাদেশে আসলেই উন্নতি করেছে।
No comments