কান্দাহারে মার্কিন দাতব্য সংস্থায় তালেবান হামলা, নিহত ৪

ফগানিস্তানে যুক্তরাষ্ট্রের একটি দাতব্য সংস্থার সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে চার আফগান নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। কান্দাহারে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআরডি) অফিসের সামনে ট্রাকে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তিন ব্যক্তি মিলে এ হামলা চালায়। তাদের একজন বোমাটির বিস্ফোরণ ঘটায়। এরপরই অন্য দু'জন কম্পাউন্ডের ভেতর ঢুকে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তিন হামলকারী আত্মঘাতী পোশাক পরা ছিল।


এ হামলার পর তালেবান মুখপাত্র ইউসুফ আহমদি দাবি করেন, কান্দাহারে তালেবান একটি গাড়িবোমা হামলা চালিয়েছে।
তবে তিনি দাবি করেন, হামলাটি করা হয়েছিল জাতিসংঘের শরণার্থী সংস্থার অফিস লক্ষ্য করে।
দু'দিন আগে রাজধানী কাবুলে তালেবানদের গাড়িবোমা হামলায় যুক্তরাষ্ট্রের ১০ সেনাসহ ১৭ জন নিহত হয়। এর আগের দিন কান্দাহারে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তালেবান জঙ্গিরা।

No comments

Powered by Blogger.