ড্র করেই খুশি আর্সেনাল
আর্সেনালের জার্মানি সফরটা কেমন হলো? বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলের ড্র। আর্সেনালের জন্য ফলটা ভালো, না খারাপ?
আগের সেই দিন নেই আর্সেনালের। সেস ফ্যাব্রিগাস আর সামির নাসরিকে হারিয়ে অনেকটাই ডানাভাঙা পাখির মতো উড়তে গিয়ে হোঁচট খাচ্ছে ‘গানার’রা। এটা মাথায় রেখেই হয়তো আর্সেনাল-শিবির ডর্টমুন্ডের সঙ্গে ড্র করতে পেরেই খুশি।
আর্সেনালের ফরাসি ডিফেন্ডার ব্যাকারি সানিয়া যেমন বললেন, ‘আমি এই এক পয়েন্ট পাওয়াকে ভালোই বলব। ডর্টমুন্ড ভালো দল। আমরা ধরেই নিয়েছিলাম, এখানে কঠিন ম্যাচ হবে।’ সানিয়ার কথার প্রতিধ্বনি ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আসা দলের সহকারী কোচ প্যাট রাইসের কণ্ঠেও, ‘আমার মনে হয় না এখানে এসে খুব বেশি দল পয়েন্ট নিয়ে ফিরতে পারে।’
আর্সেনাল শিবিরে খুশির আরেকটা কারণ, ম্যাচে আর্সেনালের চেয়ে ডর্টমুন্ডই ছিল শ্রেয়তর দল। ৪২ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেওয়া অধিনায়ক রবিন ফন পার্সির গোলটিও ছিল খেলার ধারার বিপরীতে। তবে ভালো খেলেও ড্র করে ডর্টমুন্ড অখুশি নয়। দুর্দান্ত এক ভলি থেকে বদলি খেলোয়াড় পেরিসিকের সমতাসূচক গোলটির কথা বলতে গিয়ে ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লুপ বলেছেন, ‘আমার চোখে এই গোলটি আমাদের জন্য পুরস্কার।’
শেষ মুহূর্তে (৮৮ মিনিট) পাওয়া গোলটিকে পুরস্কার ভাবার কারণও আছে ক্লুপের, ‘কখনো কখনো ফুটবলে অনেক ভালো খেলেও গোল পাওয়া যায় না। কিন্তু এক গোলে পিছিয়ে থেকেও আমরা ধৈর্য ধরে ছিলাম। আর শেষে এর পুরস্কার পেয়েছি।’
ইংল্যান্ডের আরেক ক্লাব চেলসি নিজেদের মাঠে জার্মানির বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জয়ের আনন্দেই ভেসেছে। আন্দ্রে ভিলাস-বোয়াস চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত হলেন ২-০ গোলের জয় দিয়ে।
ম্যাচের আগে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেসকে সতর্কবার্তা পাঠিয়েছিলেন ভিলাস-বোয়াস, গোল করতে হবে! গোল তোরেস পরশু পাননি, তবু কোচের প্রশংসা পেয়েছেন। কারণ, দ্বিতীয়ার্ধে ডেভিড লুইজ ও হুয়ান মাতার করা দুটি গোলেরই উৎস তিনি।
এদিকে ভিলাস-বোয়াসের ছেড়ে আসা ক্লাব পোর্তোকে ২-১ গোলে জিতিয়েছেন দুই ব্রাজিলীয় হাল্ক ও ক্লেবার।
আগের সেই দিন নেই আর্সেনালের। সেস ফ্যাব্রিগাস আর সামির নাসরিকে হারিয়ে অনেকটাই ডানাভাঙা পাখির মতো উড়তে গিয়ে হোঁচট খাচ্ছে ‘গানার’রা। এটা মাথায় রেখেই হয়তো আর্সেনাল-শিবির ডর্টমুন্ডের সঙ্গে ড্র করতে পেরেই খুশি।
আর্সেনালের ফরাসি ডিফেন্ডার ব্যাকারি সানিয়া যেমন বললেন, ‘আমি এই এক পয়েন্ট পাওয়াকে ভালোই বলব। ডর্টমুন্ড ভালো দল। আমরা ধরেই নিয়েছিলাম, এখানে কঠিন ম্যাচ হবে।’ সানিয়ার কথার প্রতিধ্বনি ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আসা দলের সহকারী কোচ প্যাট রাইসের কণ্ঠেও, ‘আমার মনে হয় না এখানে এসে খুব বেশি দল পয়েন্ট নিয়ে ফিরতে পারে।’
আর্সেনাল শিবিরে খুশির আরেকটা কারণ, ম্যাচে আর্সেনালের চেয়ে ডর্টমুন্ডই ছিল শ্রেয়তর দল। ৪২ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেওয়া অধিনায়ক রবিন ফন পার্সির গোলটিও ছিল খেলার ধারার বিপরীতে। তবে ভালো খেলেও ড্র করে ডর্টমুন্ড অখুশি নয়। দুর্দান্ত এক ভলি থেকে বদলি খেলোয়াড় পেরিসিকের সমতাসূচক গোলটির কথা বলতে গিয়ে ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লুপ বলেছেন, ‘আমার চোখে এই গোলটি আমাদের জন্য পুরস্কার।’
শেষ মুহূর্তে (৮৮ মিনিট) পাওয়া গোলটিকে পুরস্কার ভাবার কারণও আছে ক্লুপের, ‘কখনো কখনো ফুটবলে অনেক ভালো খেলেও গোল পাওয়া যায় না। কিন্তু এক গোলে পিছিয়ে থেকেও আমরা ধৈর্য ধরে ছিলাম। আর শেষে এর পুরস্কার পেয়েছি।’
ইংল্যান্ডের আরেক ক্লাব চেলসি নিজেদের মাঠে জার্মানির বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জয়ের আনন্দেই ভেসেছে। আন্দ্রে ভিলাস-বোয়াস চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত হলেন ২-০ গোলের জয় দিয়ে।
ম্যাচের আগে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেসকে সতর্কবার্তা পাঠিয়েছিলেন ভিলাস-বোয়াস, গোল করতে হবে! গোল তোরেস পরশু পাননি, তবু কোচের প্রশংসা পেয়েছেন। কারণ, দ্বিতীয়ার্ধে ডেভিড লুইজ ও হুয়ান মাতার করা দুটি গোলেরই উৎস তিনি।
এদিকে ভিলাস-বোয়াসের ছেড়ে আসা ক্লাব পোর্তোকে ২-১ গোলে জিতিয়েছেন দুই ব্রাজিলীয় হাল্ক ও ক্লেবার।
No comments