মুনীরের থাপড় প্রতিরোধ ভাবনা
১৪টি দল নিয়ে আজ ঢাকার কাবাডি স্টেডিয়ামে শুরু হবে রানার গ্রুপ ১৩তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ। দলগুলোকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে সুপার লিগ। সর্বনিম্ন চারটি দল খেলবে অবনমন বিভাগে।
প্রতিটি দলকে প্রতি ম্যাচে এক হাজার টাকা করে দেওয়া হবে, ফেডারেশনের ভাষায় যেটি ‘অনুদান’। এই টাকা দিয়েই ফেডারেশন বেশ খুশি।
গতকাল এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে কাবাডি ফেডারেশন, যাতে লিগ আয়োজনের চেয়ে গত এশিয়াডের ব্যর্থতা নিয়েই বেশি কথা হয়েছে। এই প্রথম বাংলাদেশ কাবাডি দল এশিয়াড থেকে ফিরছে শূন্য হাতে। এত দিন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন বলে এসেছেন, প্রস্তুতির ঘাটতি এবং পাইপলাইনে খেলোয়াড় না থাকায় এশিয়াডে ভরাডুবি ছিল।
কাল দিলেন নতুন তথ্য, ‘বিডিআরে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক খেলোয়াড় পাওয়া যায়নি। এই জন্যই আমরা এশিয়াডে থাপড় খেয়ে এসেছি। এই থাপড় যাতে আর না খেতে হয়, তার জন্য স্কুল টুর্নামেন্ট এবং বিভিন্ন বিকল্প দল তৈরি করে রাখছি।’
প্রতিটি দলকে প্রতি ম্যাচে এক হাজার টাকা করে দেওয়া হবে, ফেডারেশনের ভাষায় যেটি ‘অনুদান’। এই টাকা দিয়েই ফেডারেশন বেশ খুশি।
গতকাল এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে কাবাডি ফেডারেশন, যাতে লিগ আয়োজনের চেয়ে গত এশিয়াডের ব্যর্থতা নিয়েই বেশি কথা হয়েছে। এই প্রথম বাংলাদেশ কাবাডি দল এশিয়াড থেকে ফিরছে শূন্য হাতে। এত দিন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন বলে এসেছেন, প্রস্তুতির ঘাটতি এবং পাইপলাইনে খেলোয়াড় না থাকায় এশিয়াডে ভরাডুবি ছিল।
কাল দিলেন নতুন তথ্য, ‘বিডিআরে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক খেলোয়াড় পাওয়া যায়নি। এই জন্যই আমরা এশিয়াডে থাপড় খেয়ে এসেছি। এই থাপড় যাতে আর না খেতে হয়, তার জন্য স্কুল টুর্নামেন্ট এবং বিভিন্ন বিকল্প দল তৈরি করে রাখছি।’
No comments