প্রিমিয়ার লিজিংয়ের ১:১ রাইট অনুমোদন
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের ১:১ রাইট শেয়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বৃহস্পতিবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড বর্তমানে ৫২ লাখ নয় হাজার ২৮২টি শেয়ারের বিপরীতে একই সংখ্যক শেয়ার ছেড়ে বাজার থেকে ৫২ কোটি নয় লাখ ২৮ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম অভিহিত মূল্য অর্থাত্ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সাইফুর রহমান আরও জানান, সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫৬.০৭ (এনএভি) টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৫১.০১ টাকা।
এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড বর্তমানে ৫২ লাখ নয় হাজার ২৮২টি শেয়ারের বিপরীতে একই সংখ্যক শেয়ার ছেড়ে বাজার থেকে ৫২ কোটি নয় লাখ ২৮ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম অভিহিত মূল্য অর্থাত্ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সাইফুর রহমান আরও জানান, সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫৬.০৭ (এনএভি) টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৫১.০১ টাকা।
No comments