ব্রাজিলিয়ান ফুটবলে ঘটনাবহুল দিন
ব্রাজিল ফুটবলের এক ঘটনাবহুল দিন গেল গত পরশু। সাও পাওলোর দুই ক্লাব পালমেইরাস ও করিন্থিয়ানস সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন পালমেইরাসের দুই সমর্থক। অন্যদিকে ভাস্কো দা গামা ক্লাবের কোচ রিকার্ডো গোমেজ ম্যাচ চলাকালে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
দুই সমর্থকের মধ্যে একজনের কোমরে লেগেছে গুলি। তাঁর অবস্থা গুরুতর। অন্যজনের পায়ে গুলি লেগেছে। পুলিশ এ খবর জানালেও বলতে পারেনি কারা গুলি করেছে। তবে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরে ছত্রভঙ্গ করে দেয় সংঘর্ষে জড়ানো সমর্থকদের। ম্যাচ শুরুর আগে ঘটে এ ঘটনা। ম্যাচে পালমেইরাস জিতেছে ২-১ গোলে।
ব্রাজিলের সাবেক জাতীয় ফুটবলার রিকার্ডো গোমেজ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করানো হয়। এর আগে গত বছরও গোমেজের একটি ছোটখাটো স্ট্রোক হয়েছিল। বিশ্বকাপ খেলা এই ফুটবলার তখন ছিলেন সাও পাওলোর কোচ।
দুই সমর্থকের মধ্যে একজনের কোমরে লেগেছে গুলি। তাঁর অবস্থা গুরুতর। অন্যজনের পায়ে গুলি লেগেছে। পুলিশ এ খবর জানালেও বলতে পারেনি কারা গুলি করেছে। তবে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরে ছত্রভঙ্গ করে দেয় সংঘর্ষে জড়ানো সমর্থকদের। ম্যাচ শুরুর আগে ঘটে এ ঘটনা। ম্যাচে পালমেইরাস জিতেছে ২-১ গোলে।
ব্রাজিলের সাবেক জাতীয় ফুটবলার রিকার্ডো গোমেজ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করানো হয়। এর আগে গত বছরও গোমেজের একটি ছোটখাটো স্ট্রোক হয়েছিল। বিশ্বকাপ খেলা এই ফুটবলার তখন ছিলেন সাও পাওলোর কোচ।
No comments