প্রথম ইনিংসে বিধ্বস্ত শ্রীলঙ্কা
গল টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ২৭৩ রানে গুটিয়ে দিয়ে শুভসূচনার ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু আজ দ্বিতীয় দিনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে স্বাগতিকরাও। অভিষিক্ত স্পিনার নাথান লিয়ন ও শেন ওয়াটসনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেছে তারা। মাত্র ৩৫ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন লিয়ন।
আজ দিনের শুরুতেই দ্বিতীয় ওভারে কোপল্যান্ডের শিকারে পরিণত হন অধিনায়ক তিলকারত্নে দিলশান। এরপর দলীয় ২৪ ও ৪৪ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও জয়াবর্ধনে। চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন থারাঙ্গা পারানাভিতানা ও সামারাবিরা। কিন্তু ৮৭ রানের মাথায় ওয়াটসনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সামারাবিরা। ঐ ওভারেই জয়াবর্ধনেকেও সাজঘরে পাঠান ওয়াটসন। তাঁর পরের ওভারে লঙ্কান সমর্থকদের হতাশায় ডুবিয়ে সাজঘরের পথ ধরেন সর্বোচ্চ ২৯ রান করা পারানাভিতানা। বাকি চারটি উইকেট খুব সহজেই তুলে নেন অফস্পিনার লিয়ন। একে একে ফেরত পাঠান অ্যাঙ্গেলা ম্যাথিউ, রঙ্গনা হেরাথ, সুরজ রনদীভ ও চানাকা ওয়েলেগেদারাকে। প্রথম ইনিংসে অস্টেলিয়ার থেকে ১৭০ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা।
আজ দিনের শুরুতেই দ্বিতীয় ওভারে কোপল্যান্ডের শিকারে পরিণত হন অধিনায়ক তিলকারত্নে দিলশান। এরপর দলীয় ২৪ ও ৪৪ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও জয়াবর্ধনে। চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন থারাঙ্গা পারানাভিতানা ও সামারাবিরা। কিন্তু ৮৭ রানের মাথায় ওয়াটসনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সামারাবিরা। ঐ ওভারেই জয়াবর্ধনেকেও সাজঘরে পাঠান ওয়াটসন। তাঁর পরের ওভারে লঙ্কান সমর্থকদের হতাশায় ডুবিয়ে সাজঘরের পথ ধরেন সর্বোচ্চ ২৯ রান করা পারানাভিতানা। বাকি চারটি উইকেট খুব সহজেই তুলে নেন অফস্পিনার লিয়ন। একে একে ফেরত পাঠান অ্যাঙ্গেলা ম্যাথিউ, রঙ্গনা হেরাথ, সুরজ রনদীভ ও চানাকা ওয়েলেগেদারাকে। প্রথম ইনিংসে অস্টেলিয়ার থেকে ১৭০ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা।
No comments