আবারও শারজায় ফিরছে টেস্ট ক্রিকেট
২০০২ সালে শারজা স্টেডিয়ামে শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেট। সেবার পাকিস্তান মুখোমুখি হয়েছিল তত্কালীন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার। ১১ বছর পর আবার সেই পাকিস্তানের হাত ধরেই টেস্ট ক্রিকেট ফিরতে যাচ্ছে মরুভূমির এই ভেন্যুতে। এবছরের অক্টোবরেই শারজাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আট বছর পর পাঁচটি একদিনের ম্যাচও অনুষ্ঠিত হবে শারজাতে।
২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে নির্বাসিত হয়েছে পাকিস্তান। এবারও শ্রীলঙ্কা পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদেরকে নির্ধারণ করতে হয়েছে নিরপেক্ষ ভেন্যু। দুবাই, শারজাহ ও আবুধাবির ভেন্যুগুলোর জন্য খরচ অনেক কম হয় বলে এগুলোই বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির কর্মকর্তা সুবহান আহমেদ বলেছেন, ‘আমাদের কাছে অনেকগুলো নিরপেক্ষ ভেন্যুর নাম আছে। কিন্তু এখানে খরচ অনেক কম হয়। ফলে আমরা সবকিছু ভালোভাবে চালাতে পারি।’
২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে নির্বাসিত হয়েছে পাকিস্তান। এবারও শ্রীলঙ্কা পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদেরকে নির্ধারণ করতে হয়েছে নিরপেক্ষ ভেন্যু। দুবাই, শারজাহ ও আবুধাবির ভেন্যুগুলোর জন্য খরচ অনেক কম হয় বলে এগুলোই বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির কর্মকর্তা সুবহান আহমেদ বলেছেন, ‘আমাদের কাছে অনেকগুলো নিরপেক্ষ ভেন্যুর নাম আছে। কিন্তু এখানে খরচ অনেক কম হয়। ফলে আমরা সবকিছু ভালোভাবে চালাতে পারি।’
No comments