এশিয়া কাপ ক্রিকেটের আগে যুব এশিয়া কাপ
২০১২ সালের মার্চে এশিয়া কাপ ক্রিকেটের আসর বসবে বাংলাদেশে। এর আগে বাংলাদেশেই হতে পারে আরেকটা এশিয়া কাপ। ৮ দলকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের এই যুব এশিয়া কাপ হওয়ার সম্ভাব্য সময় আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে।
বিসিবি সূত্রে জানা গেছে, যুব এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগ্রহের কথা জানতে চেয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। জবাবে বিসিবি সবুজ সংকেতই দিয়েছে। কাল বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদও জানিয়েছেন, ‘আমরা বলেছি, টুর্নামেন্টটি আয়োজন করতে আমাদের কোনো সমস্যা নেই। তবে টুর্নামেন্টের সময় নিয়ে এখনো আলোচনা চলছে। এসিসি ডিসেম্বর-জানুয়ারিতে টুর্নামেন্টটি করতে চায়। আমরা ওই সময়ই তা করতে পারব কি না, সেটা দেখতে হবে।’
প্রধান নির্বাহী জানিয়েছেন, টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান ছাড়াও খেলবে সহযোগী দেশগুলোর মধ্য থেকে শীর্ষ চার দল। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু বগুড়া ও সিলেট।
বিসিবি সূত্রে জানা গেছে, যুব এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগ্রহের কথা জানতে চেয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। জবাবে বিসিবি সবুজ সংকেতই দিয়েছে। কাল বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদও জানিয়েছেন, ‘আমরা বলেছি, টুর্নামেন্টটি আয়োজন করতে আমাদের কোনো সমস্যা নেই। তবে টুর্নামেন্টের সময় নিয়ে এখনো আলোচনা চলছে। এসিসি ডিসেম্বর-জানুয়ারিতে টুর্নামেন্টটি করতে চায়। আমরা ওই সময়ই তা করতে পারব কি না, সেটা দেখতে হবে।’
প্রধান নির্বাহী জানিয়েছেন, টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান ছাড়াও খেলবে সহযোগী দেশগুলোর মধ্য থেকে শীর্ষ চার দল। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু বগুড়া ও সিলেট।
No comments