হামবুর্গ থেকে ছড়িয়েছে ই. কোলাই!
জার্মানির হামবুর্গে গত মে মাসে অনুষ্ঠিত উৎসব থেকে এই ব্যাকটেরিয়ার বিস্তার ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়ানো ঘাতক এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও একজনের মৃত্যুর কারণ এই ব্যাকটেরিয়া বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানা যায়।
ব্যাকটেরিয়াটি এ পর্যন্ত ১২টি দেশে ছড়িয়ে পড়েছে। দেশগুলো হচ্ছে—জার্মানি, অস্ট্রিয়া, যুক্তরাজ্য, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
সাপ্তাহিক পত্রিকা ফোকাস-এর প্রতিবেদনে বলা হয়, জার্মানির বিশেষজ্ঞদের নজর এখন হামবুর্গের দিকে। হামবুর্গের ওই উৎসবে দেশ ও বিদেশ থেকে ১৫ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবের এক সপ্তাহ পরই শহরের বিশ্ববিদ্যালয় হাসপাতালে ই. কোলাইজনিত রোগে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়।
গতকাল জার্মানির সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, গতকাল ব্র্যানডেনবার্গে এক ব্যক্তি মারা যান, যাঁর মৃত্যুর কারণ ঘাতক ব্যাকটেরিয়াজনিত বলে ধারণা করা হচ্ছে।
ব্যাকটেরিয়াটি এ পর্যন্ত ১২টি দেশে ছড়িয়ে পড়েছে। দেশগুলো হচ্ছে—জার্মানি, অস্ট্রিয়া, যুক্তরাজ্য, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
সাপ্তাহিক পত্রিকা ফোকাস-এর প্রতিবেদনে বলা হয়, জার্মানির বিশেষজ্ঞদের নজর এখন হামবুর্গের দিকে। হামবুর্গের ওই উৎসবে দেশ ও বিদেশ থেকে ১৫ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবের এক সপ্তাহ পরই শহরের বিশ্ববিদ্যালয় হাসপাতালে ই. কোলাইজনিত রোগে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়।
গতকাল জার্মানির সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, গতকাল ব্র্যানডেনবার্গে এক ব্যক্তি মারা যান, যাঁর মৃত্যুর কারণ ঘাতক ব্যাকটেরিয়াজনিত বলে ধারণা করা হচ্ছে।
No comments