সাংবাদিকতার জন্য পুরস্কার পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
‘উইকিলিকস’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবার ‘মার্থা গেলহর্ন-২০১১’ পুরস্কার পেয়েছেন। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা গত বৃহস্পতিবার এ খবর জানায়।
প্রতিবছর সাংবাদিকতার জন্য এই পুরস্কার দেওয়া হয়। এমন একজন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়, যাঁর কাজের মাধ্যমে কোনো ঘটনার প্রতিষ্ঠিত ভাষ্য ছিন্ন হয়ে উঠে আসে অপ্রিয় প্রকৃত সত্য, ফাঁস হয় প্রতিষ্ঠিত শ্রেণীর মিথ্যা প্রচারণা।
বিচারকমণ্ডলী অ্যাসাঞ্জের পুরস্কারের মানপত্রে বলেছেন, ‘উচ্চপ্রযুক্তির যুগের এক বিস্ময়কর প্রতিষ্ঠান হিসেবে উইকিলিকস পরিচিতি পেয়েছে, তবে উইকিলিকস আরও বেশি কিছু। যথাযথ স্বচ্ছতার মধ্য দিয়ে এর ন্যায়নীতি প্রতিষ্ঠা সাংবাদিকতার শ্রেষ্ঠতম এবং প্রাচীনতম ঐতিহ্য।’ এতে আরও বলা হয়, ‘উইকিলিকস জনগণকে এমন কিছু দিয়েছে, যা অধিকাংশ সাংবাদিক কল্পনাই করতে পারেন না। একটি সত্য ভাষণ, যা বিশ্বের মানুষকে ক্ষমতাবান করেছে। প্রকাশক ও সম্পাদক হিসেবে অ্যাসাঞ্জ এমন কিছু তুলে ধরেছেন, যার জন্য সাংবাদিকেরা একসময় গর্ব বোধ করতেন। তাঁর সাহস, দৃঢ়তা ও নিরপেক্ষতা ক্ষমতার নয়, জনগণের প্রকৃত প্রতিনিধির।’
সাংবাদিকতার জন্য মার্থা গেলহর্নের বিশেষ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের ইন্টারন্যাশনাল টাইমস-এর সাংবাদিক ওমর চিমা, মস্কোর দ্য ফিন্যান্সিয়াল টাইমস-এর সাংবাদিক চার্লস ক্লোভার এবং ইসরায়েলের শহর নাজেরেথভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক জোনাথন কুক।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিডনি পিস ফাউন্ডেশনের শান্তি পুরস্কার পান জুলিয়ান অ্যাসাঞ্জ।
প্রতিবছর সাংবাদিকতার জন্য এই পুরস্কার দেওয়া হয়। এমন একজন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়, যাঁর কাজের মাধ্যমে কোনো ঘটনার প্রতিষ্ঠিত ভাষ্য ছিন্ন হয়ে উঠে আসে অপ্রিয় প্রকৃত সত্য, ফাঁস হয় প্রতিষ্ঠিত শ্রেণীর মিথ্যা প্রচারণা।
বিচারকমণ্ডলী অ্যাসাঞ্জের পুরস্কারের মানপত্রে বলেছেন, ‘উচ্চপ্রযুক্তির যুগের এক বিস্ময়কর প্রতিষ্ঠান হিসেবে উইকিলিকস পরিচিতি পেয়েছে, তবে উইকিলিকস আরও বেশি কিছু। যথাযথ স্বচ্ছতার মধ্য দিয়ে এর ন্যায়নীতি প্রতিষ্ঠা সাংবাদিকতার শ্রেষ্ঠতম এবং প্রাচীনতম ঐতিহ্য।’ এতে আরও বলা হয়, ‘উইকিলিকস জনগণকে এমন কিছু দিয়েছে, যা অধিকাংশ সাংবাদিক কল্পনাই করতে পারেন না। একটি সত্য ভাষণ, যা বিশ্বের মানুষকে ক্ষমতাবান করেছে। প্রকাশক ও সম্পাদক হিসেবে অ্যাসাঞ্জ এমন কিছু তুলে ধরেছেন, যার জন্য সাংবাদিকেরা একসময় গর্ব বোধ করতেন। তাঁর সাহস, দৃঢ়তা ও নিরপেক্ষতা ক্ষমতার নয়, জনগণের প্রকৃত প্রতিনিধির।’
সাংবাদিকতার জন্য মার্থা গেলহর্নের বিশেষ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের ইন্টারন্যাশনাল টাইমস-এর সাংবাদিক ওমর চিমা, মস্কোর দ্য ফিন্যান্সিয়াল টাইমস-এর সাংবাদিক চার্লস ক্লোভার এবং ইসরায়েলের শহর নাজেরেথভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক জোনাথন কুক।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিডনি পিস ফাউন্ডেশনের শান্তি পুরস্কার পান জুলিয়ান অ্যাসাঞ্জ।
No comments