জয়ে শুরু রায়নার
দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর ২০১০ সালেই হয়েছে। কিন্তু জিম্বাবুয়ের সেই স্মৃতি সুরেশ রায়নার জন্য দুঃস্বপ্নের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের একটি জিতলেও জিম্বাবুয়ের কাছে দুই ম্যাচেই হেরে ফাইনালেই উঠতে ব্যর্থ হয় রায়নার ভারত। বছর ঘুরে একই রকম পরিস্থিতিতে সেই রায়নার কাঁধেই যখন আবার ভারতের নেতৃত্ব, পুরোনো স্মৃতিটা ভাসছিলই। শেষ কী হবে বলা মুশকিল, তবে ওয়েস্ট ইন্ডিজে রায়নার অধিনায়কত্বের দ্বিতীয় পর্ব শুরু হলো জয় দিয়ে।
কাল পোর্ট অব স্পেনে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারিয়েছে ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ড্যারেন স্যামি। ৫৬ রানেই ভারতের ৪ উইকেট তুলে নিয়ে নিজের সিদ্ধান্তের মর্যাদাও রেখেছিলেন ইন্ডিজ অধিনায়ক। কিন্তু অগ্নিমূর্তি স্যামির পাশে অন্যরা নিষ্প্রভ ছিলেন বলেই ভারত পায় ৬ উইকেটে ১৫৯ রানের পুঁজি। পঞ্চম উইকেটে বদ্রিনাথ (৪৩) ও রোহিত শর্মার (২৬) ৭১ রানের জুটিই টেনে তোলে ভারতকে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে করতে পারে ১৪৩। সর্বোচ্চ ৪১ করেন ড্যারেন ব্রাভো, শেষ দিকে বার্নওয়েলের ১৬ বলে অপরাজিত ৩৪ ব্যবধান কমিয়েছে।
কাল পোর্ট অব স্পেনে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারিয়েছে ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ড্যারেন স্যামি। ৫৬ রানেই ভারতের ৪ উইকেট তুলে নিয়ে নিজের সিদ্ধান্তের মর্যাদাও রেখেছিলেন ইন্ডিজ অধিনায়ক। কিন্তু অগ্নিমূর্তি স্যামির পাশে অন্যরা নিষ্প্রভ ছিলেন বলেই ভারত পায় ৬ উইকেটে ১৫৯ রানের পুঁজি। পঞ্চম উইকেটে বদ্রিনাথ (৪৩) ও রোহিত শর্মার (২৬) ৭১ রানের জুটিই টেনে তোলে ভারতকে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে করতে পারে ১৪৩। সর্বোচ্চ ৪১ করেন ড্যারেন ব্রাভো, শেষ দিকে বার্নওয়েলের ১৬ বলে অপরাজিত ৩৪ ব্যবধান কমিয়েছে।
No comments