বার্সাকে ভিদিচের স্যালুট
এবারের ইউরোপীয় মৌসুমের অন্যতম সেরা ডিফেন্ডার নেমেনজা ভিদিচ। ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হিসেবে একটি দুর্দান্ত মৌসুমই কাটিয়েছেন তিনি। এর পরও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সা ফরোয়ার্ডদের তৈরি আক্রমণের প্লাবন তিনি সামাল দিতে পারেননি। তবে নিজ দলের ৩-১ গোলের পরাজয়ে অবশ্য তিনি খুব একটা দুঃখিত নন। কারণ, যোগ্যতা ও প্রতিভার কাছে এই পরাজয় গৌরবের বলেই মানছেন ভিদিচ।
‘চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড যোগ্যতর দলের কাছেই পরাজিত হয়েছে। এই পরাজয় অগৌরবের নয়।’ বলেছেন ভিদিচ।
তিনি পেপ গার্দিওলার বার্সেলোনাকে সত্যিকারের ‘চ্যাম্পিয়ন’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘আমি তাদের স্যালুট জনাই।’
তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড এর আগে বার্সেলোনার মতো এত শক্তিশালী দলের বিপক্ষে কখনোই খেলেনি। তারা আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ও যোগ্য দল।’
‘আমরা চাপিয়ে খেলতে চেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে পেরেছিও। গোলগুলো খেয়েই আমরা খেই হারিয়ে ফেলেছি। তা ছাড়া বার্সেলোনার দুর্দান্ত সব ফরোয়ার্ডদের আটকানোর কৌশল আমরা কাজে লাগাতে পারিনি।’ ভিদিচের অভিমত।
‘চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড যোগ্যতর দলের কাছেই পরাজিত হয়েছে। এই পরাজয় অগৌরবের নয়।’ বলেছেন ভিদিচ।
তিনি পেপ গার্দিওলার বার্সেলোনাকে সত্যিকারের ‘চ্যাম্পিয়ন’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘আমি তাদের স্যালুট জনাই।’
তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড এর আগে বার্সেলোনার মতো এত শক্তিশালী দলের বিপক্ষে কখনোই খেলেনি। তারা আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ও যোগ্য দল।’
‘আমরা চাপিয়ে খেলতে চেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে পেরেছিও। গোলগুলো খেয়েই আমরা খেই হারিয়ে ফেলেছি। তা ছাড়া বার্সেলোনার দুর্দান্ত সব ফরোয়ার্ডদের আটকানোর কৌশল আমরা কাজে লাগাতে পারিনি।’ ভিদিচের অভিমত।
No comments