চটেছেন গাভাস্কার!
ইনজুরি ও ব্যক্তিগত সিদ্ধান্তে ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না শচীন, যুবরাজ, ধোনি, শেবাগ, গম্ভীরদের মতো ক্রিকেটাররা। এঁদের অনুপস্থিতিতে একেবারে দ্বিতীয় সারির একটি দল নিয়েই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে যাচ্ছে ভারত। আর ব্যাপারটি একেবারেই মেনে নিতে পারছেন না সাবেক গ্রেট সুনীল গাভাস্কার। বলেছেন, ব্যক্তিগত সমস্যার কারণে কোনো খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলবে না—এটা মেনে নেওয়া যায় না।
গাভাস্কার এ ব্যাপারে নির্বাচকদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি কোনো খেলোয়াড় ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে সফরে যেতে না চায়, তাহলে ভবিষ্যত্ সফরগুলো থেকেও তাকে বাদ দিতে হবে। সেটি হবে সেই খেলোয়াড়ের জন্য উপযুক্ত শাস্তি।’
গাভাস্কার আইপিএল বা ক্লাব ক্রিকেটের চেয়ে জাতীয় দলকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
তবে গাভাস্কারের এ মন্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না সাবেক ভারতীয় ক্রিকেটাররা। ভারতের সাবেক উইকেটরক্ষক ও প্রধান নির্বাচক কিরণ মোরে বলেছেন, ‘একজন ক্রিকেটার আইপিএলকে বেশি গুরুত্ব দিতেই পারে। এটি তাঁর ব্যক্তিগত অভিরুচি। আবার ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে না-ও খেলতে পারে। কিন্তু এ ব্যাপারে নির্বাচকদের ভূমিকা খুবই সীমিত। জাতীয় দলের হয়ে যখনই সে খেলতে চাইবে, তাঁকে দলে নিতে হবে।’
এদিকে সাবেক আরেক ভারতীয় ক্রিকেটার আংশুমান গায়কোয়াড় বলেছেন, ‘ক্রিকেটটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। আমাদের ক্রিকেটারদের দিকটাও দেখতে হবে। কারণ, তারা মানুষ। বিসিসিআইয়ের উচিত অতিরিক্ত ক্রিকেটের অসুবিধার ব্যাপারগুলো বেশি করে ভেবে দেখা।
গাভাস্কার এ ব্যাপারে নির্বাচকদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি কোনো খেলোয়াড় ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে সফরে যেতে না চায়, তাহলে ভবিষ্যত্ সফরগুলো থেকেও তাকে বাদ দিতে হবে। সেটি হবে সেই খেলোয়াড়ের জন্য উপযুক্ত শাস্তি।’
গাভাস্কার আইপিএল বা ক্লাব ক্রিকেটের চেয়ে জাতীয় দলকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
তবে গাভাস্কারের এ মন্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না সাবেক ভারতীয় ক্রিকেটাররা। ভারতের সাবেক উইকেটরক্ষক ও প্রধান নির্বাচক কিরণ মোরে বলেছেন, ‘একজন ক্রিকেটার আইপিএলকে বেশি গুরুত্ব দিতেই পারে। এটি তাঁর ব্যক্তিগত অভিরুচি। আবার ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে না-ও খেলতে পারে। কিন্তু এ ব্যাপারে নির্বাচকদের ভূমিকা খুবই সীমিত। জাতীয় দলের হয়ে যখনই সে খেলতে চাইবে, তাঁকে দলে নিতে হবে।’
এদিকে সাবেক আরেক ভারতীয় ক্রিকেটার আংশুমান গায়কোয়াড় বলেছেন, ‘ক্রিকেটটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। আমাদের ক্রিকেটারদের দিকটাও দেখতে হবে। কারণ, তারা মানুষ। বিসিসিআইয়ের উচিত অতিরিক্ত ক্রিকেটের অসুবিধার ব্যাপারগুলো বেশি করে ভেবে দেখা।
No comments