‘ফিফায় থাকা উচিত সাবেক খেলোয়াড়দের’
পুরো ফুটবল দুনিয়াই নড়েচড়ে বসেছে ফিফার সাম্প্রতিক কেলেঙ্কারি, দুর্নীতির অভিযোগে। ফুটবলের এই শীর্ষ সংস্থার পরিচালনা পদ্ধতি, সদস্য নির্বাচন নিয়েও উঠেছে নানাবিধ প্রশ্ন। এই সব সমস্যার একটা কার্যকরী সমাধান দেওয়ার চেষ্টা করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার কার্লোস আলবার্তো তোরেস। সাবেক খেলোয়াড়দের দ্বারাই ফিফা পরিচালিত হওয়া উচিত্ বলে মত দিয়েছেন ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক।
গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে আলবার্তো বলেছেন, ‘ফিফা পরিচালনায় একটা সাধারণ পরিবর্তন আনা দরকার। এটা পরিচালনার ভার দেওয়া উচিত্ সাবেক খেলোয়াড়দের। এরকম অনেক ভালো ভালো প্রাক্তন খেলোয়াড় আছে। যেমন, প্লাতিনি খুব চমত্কারভাবে উয়েফা পরিচালনা করছে। চ্যাম্পিয়নস লিগের সাফল্যটা খেয়াল করলেই এটা বোঝা যায়। কিংবা বেকেনবাওয়ারের কথাই চিন্তা করেন। তিনি খুবই চমত্কারভাবে ২০০৬ সালের বিশ্বকাপটা আয়োজন করেছিলেন।’
দুর্নীতির অভিযোগে কনকাকাফের প্রধান জ্যাক ওয়ার্নার ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান মোহাম্মদ বিন হাম্মামকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ফিফার নৈতিক কমিটি। অথচ, ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে পরবর্তী নির্বাচনে দাঁড়ানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ফিফার পরিচালনা পর্ষদে এখন নতুন কাউকেই আনা উচিত্ বলে মন্তব্য করেছেন আলবার্তো। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এখন নতুন কাউকেই পরিচালক পদে নিয়ে আসা উচিত্। একজন মানুষ এতদিন ধরে ক্ষমতায় থাকলে সেটা অনেকের মনেই সন্দেহের উদ্রেক ঘটায়।
গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে আলবার্তো বলেছেন, ‘ফিফা পরিচালনায় একটা সাধারণ পরিবর্তন আনা দরকার। এটা পরিচালনার ভার দেওয়া উচিত্ সাবেক খেলোয়াড়দের। এরকম অনেক ভালো ভালো প্রাক্তন খেলোয়াড় আছে। যেমন, প্লাতিনি খুব চমত্কারভাবে উয়েফা পরিচালনা করছে। চ্যাম্পিয়নস লিগের সাফল্যটা খেয়াল করলেই এটা বোঝা যায়। কিংবা বেকেনবাওয়ারের কথাই চিন্তা করেন। তিনি খুবই চমত্কারভাবে ২০০৬ সালের বিশ্বকাপটা আয়োজন করেছিলেন।’
দুর্নীতির অভিযোগে কনকাকাফের প্রধান জ্যাক ওয়ার্নার ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান মোহাম্মদ বিন হাম্মামকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ফিফার নৈতিক কমিটি। অথচ, ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে পরবর্তী নির্বাচনে দাঁড়ানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ফিফার পরিচালনা পর্ষদে এখন নতুন কাউকেই আনা উচিত্ বলে মন্তব্য করেছেন আলবার্তো। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এখন নতুন কাউকেই পরিচালক পদে নিয়ে আসা উচিত্। একজন মানুষ এতদিন ধরে ক্ষমতায় থাকলে সেটা অনেকের মনেই সন্দেহের উদ্রেক ঘটায়।
No comments