‘থারাঙ্গার ডোপ বিতর্কে আমরা বিহ্বল নই’
সদ্যসমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছিলেন উপুল থারাঙ্গা। নিষিদ্ধ বস্তু গ্রহণের কারণে লঙ্কান এই ব্যাটসম্যানের বিরুদ্ধে শিগগির নাকি তদন্তেও নামতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে যুক্তরাজ্যের দৈনিক ‘সানডে টাইমস’-এর প্রকাশিত প্রতিবেদনের ফলে সৃষ্ট বিতর্কে শ্রীলঙ্কা দল বিহ্বল নয় বলে মন্তব্য করেছেন ফাস্ট বোলার ফারভিজ মাহারুফ।
‘আমরা এই খবরে মোটেও বিহ্বল নই। ক্রিকেটারদের মনোবলে ধাক্কা খাওয়া তো দূরে কথা, এ নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাও করিনি আমরা’—বলেছেন মাহারুফ।
সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, থারাঙ্গার মূত্র নমুনায় নিষিদ্ধ ‘প্রেডনিসোলন’ পেয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। পজিটিভ হওয়ার পর লিখিত বিবৃতিতে থারাঙ্গা জানিয়েছেন, অ্যাজমা সমস্যার কারণে তাঁকে এই ওষুধ খেতে পরামর্শ দিয়েছিলেন খ্যাতিমান একজন চিকিত্সক। শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীরসহ আরও অনেক ক্রিকেটার কলম্বোতে গিয়ে এই চিকিত্সকের কাছে চিকিত্সা নিয়েছেন।
‘আমরা এই খবরে মোটেও বিহ্বল নই। ক্রিকেটারদের মনোবলে ধাক্কা খাওয়া তো দূরে কথা, এ নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাও করিনি আমরা’—বলেছেন মাহারুফ।
সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, থারাঙ্গার মূত্র নমুনায় নিষিদ্ধ ‘প্রেডনিসোলন’ পেয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। পজিটিভ হওয়ার পর লিখিত বিবৃতিতে থারাঙ্গা জানিয়েছেন, অ্যাজমা সমস্যার কারণে তাঁকে এই ওষুধ খেতে পরামর্শ দিয়েছিলেন খ্যাতিমান একজন চিকিত্সক। শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীরসহ আরও অনেক ক্রিকেটার কলম্বোতে গিয়ে এই চিকিত্সকের কাছে চিকিত্সা নিয়েছেন।
No comments