পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার বিমান মুখোপাধ্যায়
তৃণমূল কংগ্রেসের নেতা বিমান মুখোপাধ্যায় গতকাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। বামফ্রন্ট কোনো প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।
স্পিকার নির্বাচিত হওয়ার পর বিমান মুখোপাধ্যায় বলেন, সব দলের সহযোগিতা ছাড়া বিধানসভার ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়। তাই সব দলের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলতন্ত্র নয়, বিধানসভায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বিরোধীদলীয় নেতা সিপিএম বিধায়ক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘বিধানসভার ঐতিহ্য মেনে আমরা স্পিকারকে সহযোগিতা করব।’ এরপর বিভিন্ন দলের প্রতিনিধিরা নতুন স্পিকারকে শুভেচ্ছা জানান।
স্পিকার নির্বাচিত হওয়ার পর বিমান মুখোপাধ্যায় বলেন, সব দলের সহযোগিতা ছাড়া বিধানসভার ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়। তাই সব দলের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলতন্ত্র নয়, বিধানসভায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বিরোধীদলীয় নেতা সিপিএম বিধায়ক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘বিধানসভার ঐতিহ্য মেনে আমরা স্পিকারকে সহযোগিতা করব।’ এরপর বিভিন্ন দলের প্রতিনিধিরা নতুন স্পিকারকে শুভেচ্ছা জানান।
No comments