স্ট্রাউস উল্লসিত নাটকীয় জয়ে
‘এ রকম অসাধারণ ক্রিকেট ম্যাচ কেউ খুব কমই খেলেছে।’ গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে কার্ডিফ টেস্টে ১৪ রানের অতি নাটকীয় জয়টাকে এভাবেই বর্ণনা করেছেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। সত্যিই তো! বৃষ্টি-বিঘ্নিত শেষ দিনে মাত্র ৯৬ রানের লিড নিয়ে পাওয়া জয়টাকে তো এভাবে বর্ণনা করতেই পারেন বিজয়ী দলের অধিনায়ক।
কার্ডিফ টেস্টের দ্বিতীয় দিনে ৪০০ রান তুলে প্রথম ইনিংস শেষ করেছিল সফরকারী শ্রীলঙ্কা। এরপর ৪৯৬ রান তুলে গতকাল পঞ্চম দিনে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজটা ড্র দিয়েই শুরু হতে যাচ্ছে, এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। এমনকি খোদ ইংলিশ ক্রিকেটাররাও ভাবেননি যে তাঁরা জয়ের স্বাদ পাবেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ট্রেমলেট, সোয়ান আর স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ইনিংস ও ১৪ রানের এ অবিস্মরণীয় জয়ের পর অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, ‘পঞ্চম দিনের শুরুতেও আমি বলেছিলাম যে এটা আমার ক্যারিয়ারের অন্যতম নিষ্ফলা একটা ম্যাচ। কিন্তু হঠাত্ নাটকীয়ভাবে সবকিছু বদলে যেতে শুরু করল। এর চেয়ে স্মরণীয় সমাপ্তি আর কিছুতেই হতে পারত না। আমি খুবই উল্লসিত। গত অস্ট্রেলিয়া সফরে আমরা আমাদের সামর্থ্যের ভালো প্রমাণ দিয়েছিলাম। এটা সেই সাফল্যের অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক হিসেবে থাকবে।’
কার্ডিফ টেস্টের দ্বিতীয় দিনে ৪০০ রান তুলে প্রথম ইনিংস শেষ করেছিল সফরকারী শ্রীলঙ্কা। এরপর ৪৯৬ রান তুলে গতকাল পঞ্চম দিনে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজটা ড্র দিয়েই শুরু হতে যাচ্ছে, এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। এমনকি খোদ ইংলিশ ক্রিকেটাররাও ভাবেননি যে তাঁরা জয়ের স্বাদ পাবেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ট্রেমলেট, সোয়ান আর স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ইনিংস ও ১৪ রানের এ অবিস্মরণীয় জয়ের পর অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, ‘পঞ্চম দিনের শুরুতেও আমি বলেছিলাম যে এটা আমার ক্যারিয়ারের অন্যতম নিষ্ফলা একটা ম্যাচ। কিন্তু হঠাত্ নাটকীয়ভাবে সবকিছু বদলে যেতে শুরু করল। এর চেয়ে স্মরণীয় সমাপ্তি আর কিছুতেই হতে পারত না। আমি খুবই উল্লসিত। গত অস্ট্রেলিয়া সফরে আমরা আমাদের সামর্থ্যের ভালো প্রমাণ দিয়েছিলাম। এটা সেই সাফল্যের অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক হিসেবে থাকবে।’
No comments