শচীন, শেবাগের কাছে ধোনির দাবি
একটি করে সেঞ্চুরি করেছেন দুজনেই। ইংল্যান্ডের বিপক্ষে শচীন টেন্ডুলকার করেন ১২০ রান। আর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বীরেন্দর শেবাগ খেলেন ১৭৫ রানের মহাকাব্যিক ইনিংস। তার পরও মহেন্দ্র সিং ধোনির আক্ষেপ কমছে না। একই ম্যাচে জ্বলে উঠে এখনো যে বড় কোনো জুটি গড়তে পারেননি বিশ্বের অন্যতম ভয়ংকর এ দুই ব্যাটসম্যান!
প্রথম চার ম্যাচে শচীন-শেবাগের উদ্বোধনী জুটির সংগ্রহ যথাক্রমে ৬৯, ৪৬, ৯ ও ৬৯। মোটেও খুশি হওয়ার মতো নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ‘বড়’ ম্যাচে তাই বড় উদ্বোধনী জুটির দাবি ধোনির, ‘যদি আমাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা আরও দীর্ঘ সময় ধরে ব্যাট করতে পারে, এটি আমাদের জন্য ভালো হবে। কারণ, আমরা দেখেছি, শচীন ও বীরু একবার শুরু করলে তাঁদেরকে থামানো কঠিন।
প্রথম চার ম্যাচে শচীন-শেবাগের উদ্বোধনী জুটির সংগ্রহ যথাক্রমে ৬৯, ৪৬, ৯ ও ৬৯। মোটেও খুশি হওয়ার মতো নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ‘বড়’ ম্যাচে তাই বড় উদ্বোধনী জুটির দাবি ধোনির, ‘যদি আমাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা আরও দীর্ঘ সময় ধরে ব্যাট করতে পারে, এটি আমাদের জন্য ভালো হবে। কারণ, আমরা দেখেছি, শচীন ও বীরু একবার শুরু করলে তাঁদেরকে থামানো কঠিন।
No comments