জর্ডানে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি
জর্ডানে নিরাপত্তা বাহিনীর হামলায় গত শুক্রবার একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বাদশাহ আবদুল্লাহর সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে ওই বিক্ষোভকারী নিহত হন। তবে আল-জাজিরা জানিয়েছে, হামলায় আরও একজন বিক্ষোভকারী নিহত হন। জর্ডানের প্রধানমন্ত্রী মারুফ আল-বাখিত সংঘর্ষের জন্য বিরোধী ইসলামপন্থীদের দায়ী করেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকার কোনো ধরনের ‘বিশৃঙ্খলা’ সহ্য করবে না।
প্রধানমন্ত্রী শুক্রবার জর্ডানের টেলিভিশনকে বলেন, ‘আজ যা ঘটছে তা স্পষ্টত বিশৃঙ্খলার শুরু। এটি অগ্রহণযোগ্য। আমি এমন বিশৃঙ্খলার পরিণামের ব্যাপারে সতর্ক করছি।’ আল-বাখিত ইসলামপন্থীদের উদ্দেশে বলেন, ‘আগুন নিয়ে খেলা যথেষ্ট হয়েছে। আপনাদের উদ্দেশে আমার প্রশ্ন, জর্ডানকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন?’
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ স্কাই টেলিভিশনকে জানান, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
নিহত বিক্ষোভকারীর পরিবার বলছে, নিরাপত্তা বাহিনীর প্রহারে তিনি মারা যান। তবে নিরাপত্তাপ্রধান হোসেন আল-মাজালি জানান, নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বিক্ষোভকারী হূদেরাগে মারা গেছেন।
প্রধানমন্ত্রী শুক্রবার জর্ডানের টেলিভিশনকে বলেন, ‘আজ যা ঘটছে তা স্পষ্টত বিশৃঙ্খলার শুরু। এটি অগ্রহণযোগ্য। আমি এমন বিশৃঙ্খলার পরিণামের ব্যাপারে সতর্ক করছি।’ আল-বাখিত ইসলামপন্থীদের উদ্দেশে বলেন, ‘আগুন নিয়ে খেলা যথেষ্ট হয়েছে। আপনাদের উদ্দেশে আমার প্রশ্ন, জর্ডানকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন?’
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ স্কাই টেলিভিশনকে জানান, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
নিহত বিক্ষোভকারীর পরিবার বলছে, নিরাপত্তা বাহিনীর প্রহারে তিনি মারা যান। তবে নিরাপত্তাপ্রধান হোসেন আল-মাজালি জানান, নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বিক্ষোভকারী হূদেরাগে মারা গেছেন।
No comments