কানাডায় অনাস্থা ভোটে হারপার সরকারের পতন
কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের কনজারভেটিভ সরকারের পতন হয়েছে। বিরোধী দল লিবারেল পার্টি অপর দুটি দলের সমর্থন নিয়ে সরকারের বিরুদ্ধে আস্থা ভোট গ্রহণের আহ্বান জানিয়েছিল। গত শুক্রবার হাউজ অব কমনসে ওই ভোট অনুষ্ঠিত হয়। বিবিসির প্রতিবেদক লি কারটার জানান, ভোটের ওই ফলাফলে কেউই বিস্মিত হয়নি।
সরকারের পতন হওয়ায় আগামী মে মাসের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তত দিন পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন সরকারই ক্ষমতায় থাকবে। এর আগে কনজারভেটিভ সরকারের বিরুদ্ধে অপরাধ দমন কর্মসূচি, করপোরেট কর হ্রাস এবং যুদ্ধবিমান ক্রয় পরিকল্পনায় ব্যয়ের পরিমাণ প্রকাশে ব্যর্থতার অভিযোগ আনা হয়।
ওই অভিযোগের তদন্তে বিরোধী দলগুলোর নেতৃত্বে একটি সংসদীয় কমিটি গঠিত হয়। ওই কমিটি অভিযোগের প্রমাণ পাওয়ার পর আস্থা ভোটের ডাক দেওয়া হয়।
দেশটির গভর্নর জেনারেল ডেভিড জনস্টন পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ধারণা করা হচ্ছে ।
সরকারের পতন হওয়ায় আগামী মে মাসের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তত দিন পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন সরকারই ক্ষমতায় থাকবে। এর আগে কনজারভেটিভ সরকারের বিরুদ্ধে অপরাধ দমন কর্মসূচি, করপোরেট কর হ্রাস এবং যুদ্ধবিমান ক্রয় পরিকল্পনায় ব্যয়ের পরিমাণ প্রকাশে ব্যর্থতার অভিযোগ আনা হয়।
ওই অভিযোগের তদন্তে বিরোধী দলগুলোর নেতৃত্বে একটি সংসদীয় কমিটি গঠিত হয়। ওই কমিটি অভিযোগের প্রমাণ পাওয়ার পর আস্থা ভোটের ডাক দেওয়া হয়।
দেশটির গভর্নর জেনারেল ডেভিড জনস্টন পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ধারণা করা হচ্ছে ।
No comments