টেন্ডুলকারই কি যুবরাজের ‘বিশেষ একজন’?
বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ইতিমধ্যেই সবার দৃষ্টি নিজের দিকে ঘুরিয়ে দিয়েছেন যুবরাজ সিং। এখন পর্যন্ত সাতটি ম্যাচে একটি সেঞ্চুরিসহ করেছেন ৩৪১ রান। বল হাতেও নিয়েছেন ১১টি উইকেট। ফিল্ডিংয়েও তাঁর সরব উপস্থিতি মুগ্ধ করে চলেছে সবাইকে। তবে গতকাল একটি রহস্যময় মন্তব্য করে নিজেকে আরও বেশি করে আলোচনায় নিয়ে এসেছেন ভারতের এই অলরাউন্ডার। বলেছেন, তিনি নাকি গত দেড় বছর ধরে ‘বিশেষ একজনের’ কথা ভেবেই খেলে যাচ্ছেন। কে সেই ‘বিশেষ একজন’, যাঁর ভাবনায় মগ্ন থেকে এত দুর্দান্তভাবে জ্বলে উঠেছেন যুবরাজ? এখনই এ প্রশ্নের কোনো জবাব তিনি দেননি। তবে যুবরাজ ভক্তদের জল্পনা-কল্পনা থেমে নেই। অনেকেই বলছেন, সেই বিশেষ একজন নির্ঘাত তাঁর কোনো প্রেমিকা। তবে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং ধারণা করছেন এই ‘বিশেষ একজন’ হতে পারেন ভারতের ব্যাটিং বিস্ময় শচীন টেন্ডুলকার।
গতকাল যুবরাজের এ রহস্যময় উক্তির পর তিনি যোগরাজ টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি খুব অবাক হব না, যদি এটা শচীন হয়। যুবরাজের ক্যারিয়ারের উত্থানপতনের পেছনে টেন্ডুলকারের অনেক ভূমিকা আছে। অনেক সময়ই যুবরাজ, টেন্ডুলকারের সঙ্গে তাঁর পারফরমেন্স, কৌশলগত সমস্যা এমনকি অনেক মানসিক ব্যাপার-স্যাপার নিয়েও আলাপ-আলোচনা করে। যুবরাজ যে দীর্ঘ সময় পরে আবার পুরোনো রূপে ফিরেছে, এর পেছনে টেন্ডুলকারের অনেক অবদান আছে। আমার মনে হয় ভারত যদি সত্যিই ফাইনালে ওঠে, তাহলে যুবরাজের পারফরমেন্সটা সে তাঁর মা ও শচীনকে উত্সর্গ করবে।’
যুবরাজের এ অসাধারণ প্রত্যাবর্তনের পেছনে ‘আধ্যাত্মিক’ সম্পর্কও থাকতে পারে বলে মনে করছেন যোগরাজ সিং। বিশ্বকাপের আগ দিয়ে তাঁরা দুজনই একজন আধ্যাত্মিক গুরুর কাছে নিয়মিত যাতায়াত করতেন। তবে সে সম্পর্কে খুব বেশি কিছু বলতে রাজি হননি তিনি। সোজাসুজিই বলেছেন, ‘কিছু জিনিস গোপন রাখাই ভালো। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, যুবরাজ এখন আগের চেয়ে অনেক পরিণত। সে এখন অনেক ধৈর্য নিয়ে খেলে। আর এটা তার জন্য ভালো ফলই বয়ে আনবে।’
ভারত ফাইনালে উঠতে পারলে এই ‘বিশেষ একজন’ সম্পর্কে সবাইকে জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুবরাজ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটানোর জন্য এখন ভারতের ফাইনালে ওঠার অপেক্ষাতেই থাকতে হবে যুবরাজ ভক্তদের।
গতকাল যুবরাজের এ রহস্যময় উক্তির পর তিনি যোগরাজ টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি খুব অবাক হব না, যদি এটা শচীন হয়। যুবরাজের ক্যারিয়ারের উত্থানপতনের পেছনে টেন্ডুলকারের অনেক ভূমিকা আছে। অনেক সময়ই যুবরাজ, টেন্ডুলকারের সঙ্গে তাঁর পারফরমেন্স, কৌশলগত সমস্যা এমনকি অনেক মানসিক ব্যাপার-স্যাপার নিয়েও আলাপ-আলোচনা করে। যুবরাজ যে দীর্ঘ সময় পরে আবার পুরোনো রূপে ফিরেছে, এর পেছনে টেন্ডুলকারের অনেক অবদান আছে। আমার মনে হয় ভারত যদি সত্যিই ফাইনালে ওঠে, তাহলে যুবরাজের পারফরমেন্সটা সে তাঁর মা ও শচীনকে উত্সর্গ করবে।’
যুবরাজের এ অসাধারণ প্রত্যাবর্তনের পেছনে ‘আধ্যাত্মিক’ সম্পর্কও থাকতে পারে বলে মনে করছেন যোগরাজ সিং। বিশ্বকাপের আগ দিয়ে তাঁরা দুজনই একজন আধ্যাত্মিক গুরুর কাছে নিয়মিত যাতায়াত করতেন। তবে সে সম্পর্কে খুব বেশি কিছু বলতে রাজি হননি তিনি। সোজাসুজিই বলেছেন, ‘কিছু জিনিস গোপন রাখাই ভালো। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, যুবরাজ এখন আগের চেয়ে অনেক পরিণত। সে এখন অনেক ধৈর্য নিয়ে খেলে। আর এটা তার জন্য ভালো ফলই বয়ে আনবে।’
ভারত ফাইনালে উঠতে পারলে এই ‘বিশেষ একজন’ সম্পর্কে সবাইকে জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুবরাজ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটানোর জন্য এখন ভারতের ফাইনালে ওঠার অপেক্ষাতেই থাকতে হবে যুবরাজ ভক্তদের।
No comments