টিকিট চাই টিকিট..
একে তো ভারত-পাকিস্তান লড়াই, তার ওপর বিশ্বকাপ সেমিফাইনাল। ৩০ মার্চ মোহালিতে অনুষ্ঠেয় ম্যাচটিকে ঘিরে বইছে উন্মাদনার স্রোত। সেটি আরও উসকে দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মাঠে বসে খেলা দেখতে উদ্যোগ নেওয়া ভারতের সরকারপ্রধান আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে।
একটি টিকিটের জন্য চলছে নানা চেষ্টা ও তদবির। অনেক রাজনীতিবিদ, বিভিন্ন কর্পোরেট হাউসের বড় কর্তারা, চিত্রতারকা ও সাধারণ ভক্তরা টিকিটের জন্য হা-পিত্যেশ করছেন। অনেক পাকিস্তানিও আছেন এই দলে। ২৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট অবশ্য আগেই বিক্রি হয়ে গেছে। তবে কালোবাজারে চড়া দামে বিকোচ্ছে টিকিট। ২৫০ রুপির টিকিট ২২০০ রুপিতে, এক হাজার রুপিরটি আট হাজারে বিকোচ্ছে বলে জানা গেছে।
একটি টিকিটের জন্য চলছে নানা চেষ্টা ও তদবির। অনেক রাজনীতিবিদ, বিভিন্ন কর্পোরেট হাউসের বড় কর্তারা, চিত্রতারকা ও সাধারণ ভক্তরা টিকিটের জন্য হা-পিত্যেশ করছেন। অনেক পাকিস্তানিও আছেন এই দলে। ২৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট অবশ্য আগেই বিক্রি হয়ে গেছে। তবে কালোবাজারে চড়া দামে বিকোচ্ছে টিকিট। ২৫০ রুপির টিকিট ২২০০ রুপিতে, এক হাজার রুপিরটি আট হাজারে বিকোচ্ছে বলে জানা গেছে।
No comments