জি ৭ ভুক্ত দেশগুলো জাপানে যৌথ সহযোগিতায় একমত
বিশ্বের সাতটি উন্নত রাষ্ট্র নিয়ে গঠিত জি ৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক জাপানে যৌথভাবে সহযোগিতা করতে সম্মত হয়েছে। গত শুক্রবার জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর জাপানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেওয়া হলো।
এক জরুরি বৈঠকে বসার প্রাক্কালে জি ৭-এর অর্থমন্ত্রীরা এক বিবৃতিতে বলেন, তাঁরা জাপানের অর্থনীতি ও অর্থনৈতিক সেক্টরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত রয়েছেন।
অর্থমন্ত্রীরা জাপানের স্থানীয় সময় সকাল সাতটায় এক টেলিকনফারেন্সের মাধ্যমে ভূমিকম্প ও পারমাণবিক বিপর্যয়ের কারণে দেশটির অর্থনীতির ওপর আসা প্রভাবের ব্যাপারে আলোচনা করেন।
এক জরুরি বৈঠকে বসার প্রাক্কালে জি ৭-এর অর্থমন্ত্রীরা এক বিবৃতিতে বলেন, তাঁরা জাপানের অর্থনীতি ও অর্থনৈতিক সেক্টরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত রয়েছেন।
অর্থমন্ত্রীরা জাপানের স্থানীয় সময় সকাল সাতটায় এক টেলিকনফারেন্সের মাধ্যমে ভূমিকম্প ও পারমাণবিক বিপর্যয়ের কারণে দেশটির অর্থনীতির ওপর আসা প্রভাবের ব্যাপারে আলোচনা করেন।
No comments