সাইবার হামলা ঠেকানোর ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের
সাইবার হামলার মাধ্যমে স্পর্শকাতর তথ্য পাচার হয়ে যাওয়া ঠেকাতে যে পরিমাণ দক্ষ জনবল ও কারিগরি সুবিধা থাকা দরকার, তা যুক্তরাষ্ট্রের নেই বলে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। পেন্টাগনের সাইবার কমান্ডের প্রধান জেনারেল কিথ আলেকজান্ডার মার্কিন কংগ্রেসে তাঁর বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।
এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, তাদের সরকারি তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রতিদিন লক্ষাধিক বার সাইবার হামলা চালানো হয়। বিদেশি গুপ্তচর, হ্যাকার, সন্ত্রাসীসহ সাইবার অপরাধীরা এসব হামলা চালাচ্ছে। এ অবস্থা মোকাবিলায় অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর সম্প্রতি একটি নতুন সাইবার নিরাপত্তাব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দেয়। এর বাজেট নিয়ে বিতর্ক উঠলে সে বাজেট অনুমোদন স্থগিত হয়ে যায়।
সরকারের অভ্যন্তরের অনেকে মনে করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার আশঙ্কা নিয়ে যেসব বক্তব্য আসছে, তা অতিরঞ্জিত।
কংগ্রেসে কিথ আলেকজান্ডার বলেন, ‘আমরা খুবই দুর্বল এবং আমাদের সাইবার বাহিনী ক্রমশ চাপের মুখে পড়ে যাচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, তাদের সরকারি তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রতিদিন লক্ষাধিক বার সাইবার হামলা চালানো হয়। বিদেশি গুপ্তচর, হ্যাকার, সন্ত্রাসীসহ সাইবার অপরাধীরা এসব হামলা চালাচ্ছে। এ অবস্থা মোকাবিলায় অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর সম্প্রতি একটি নতুন সাইবার নিরাপত্তাব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দেয়। এর বাজেট নিয়ে বিতর্ক উঠলে সে বাজেট অনুমোদন স্থগিত হয়ে যায়।
সরকারের অভ্যন্তরের অনেকে মনে করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার আশঙ্কা নিয়ে যেসব বক্তব্য আসছে, তা অতিরঞ্জিত।
কংগ্রেসে কিথ আলেকজান্ডার বলেন, ‘আমরা খুবই দুর্বল এবং আমাদের সাইবার বাহিনী ক্রমশ চাপের মুখে পড়ে যাচ্ছে।
No comments