মার্কিন কূটনীতিকের আরও আট দিনের রিমান্ড মঞ্জুর
দুই পাকিস্তানিকে হত্যার দায়ে আটক মার্কিন কূটনীতিককে জিজ্ঞাসাবাদের জন্য আরও আট দিন সময় দেওয়া হয়েছে। অধিকতর তদন্তের প্রয়োজনে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত এই আদেশ দিয়েছেন। এদিকে ওয়াশিংটন বলেছে, ডেভিস একজন কূটনীতিক; তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।
কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ গতকাল বৃহস্পতিবার ডেভিসকে ম্যাজিস্ট্রেট জাফর ইকবালের আদালতে হাজির করে। এ সময় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।
আইনজীবী আবদুল সামাদ বলেন, ডেভিসকে হাজির করার পর তদন্তের কাজ এখনো শেষ হয়নি বলে পুলিশ কর্মকর্তারা আদালতকে জানান এবং জিজ্ঞাসাবাদের জন্য সময় প্রার্থনা করেন। এরপর আদালত তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। সামাদ জানান, ডেভিসকে আদালতে হাজির করার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১১ ফেব্রুয়ারি।
ডেভিস গত ২৭ জানুয়ারি লাহোরের রাস্তায় মোটরসাইকেল আরোহী পাকিস্তানের দুই নাগরিককে গুলি করে হত্যা করেন।
এ ঘটনায় পাকিস্তানের পুলিশ তাঁর বিরুদ্ধে জোড়া খুনের মামলা করে। তবে আত্মপক্ষ সমর্থন করে ডেভিস বলেছেন, ডাকাতদের কবল থেকে নিজেকে বাঁচাতেই তিনি গুলি চালিয়েছেন।
কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ গতকাল বৃহস্পতিবার ডেভিসকে ম্যাজিস্ট্রেট জাফর ইকবালের আদালতে হাজির করে। এ সময় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।
আইনজীবী আবদুল সামাদ বলেন, ডেভিসকে হাজির করার পর তদন্তের কাজ এখনো শেষ হয়নি বলে পুলিশ কর্মকর্তারা আদালতকে জানান এবং জিজ্ঞাসাবাদের জন্য সময় প্রার্থনা করেন। এরপর আদালত তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। সামাদ জানান, ডেভিসকে আদালতে হাজির করার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১১ ফেব্রুয়ারি।
ডেভিস গত ২৭ জানুয়ারি লাহোরের রাস্তায় মোটরসাইকেল আরোহী পাকিস্তানের দুই নাগরিককে গুলি করে হত্যা করেন।
এ ঘটনায় পাকিস্তানের পুলিশ তাঁর বিরুদ্ধে জোড়া খুনের মামলা করে। তবে আত্মপক্ষ সমর্থন করে ডেভিস বলেছেন, ডাকাতদের কবল থেকে নিজেকে বাঁচাতেই তিনি গুলি চালিয়েছেন।
No comments