ওয়াকার অধিনায়ক চাইছেন আফ্রিদিকেই
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশ্বকাপের অধিনায়কের নাম ঘোষণা করার কথা আজই। এর আগে পাকিস্তান কোচ তাঁর ভোটটা দিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদিকে। ২০০৮-এর নভেম্বরের পর পাকিস্তানকে প্রথম ওয়ানডে সিরিজ জেতানো অধিনায়ককেই রেখে দিতে বলেছেন পাকিস্তানের কোচ।
আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ডে সফল একটি ওয়ানডে সিরিজ কাটল পাকিস্তানের। সেই প্রসঙ্গ টেনে ওয়াকার বলেছেন, ‘কঠিন প্রশ্ন, কিন্তু আমার মনে হয় এটাই হওয়া উচিত।’ এর আগে অধিনায়ক নিয়ে মন্তব্য করে পিসিবির কারণ দর্শাও নোটিশ পেয়েছিলেন ওয়াকার। তখন তিনি একই সঙ্গে দল ও অধিনায়কের নাম ঘোষণা করতে বলেছিলেন। যেটা না হলে ‘অহেতুক ইস্যু তৈরি হবে’ বলেছিলেন ওয়াকার।
আফ্রিদি নাকি মিসবাহ-উল হক? বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক এ দুজনের মধ্যে কে হবেন, এই জল্পনা অনেক দিন থেকে চলছে পাকিস্তানে। ওয়াকারের ভোটটি যেমন আফ্রিদির পাতে পড়েছে, তেমনই জনমত জরিপসহ সাবেক ক্রিকেটারদের বেশিরভাগই মত দিয়েছেন আফ্রিদির পক্ষে।
আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ডে সফল একটি ওয়ানডে সিরিজ কাটল পাকিস্তানের। সেই প্রসঙ্গ টেনে ওয়াকার বলেছেন, ‘কঠিন প্রশ্ন, কিন্তু আমার মনে হয় এটাই হওয়া উচিত।’ এর আগে অধিনায়ক নিয়ে মন্তব্য করে পিসিবির কারণ দর্শাও নোটিশ পেয়েছিলেন ওয়াকার। তখন তিনি একই সঙ্গে দল ও অধিনায়কের নাম ঘোষণা করতে বলেছিলেন। যেটা না হলে ‘অহেতুক ইস্যু তৈরি হবে’ বলেছিলেন ওয়াকার।
আফ্রিদি নাকি মিসবাহ-উল হক? বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক এ দুজনের মধ্যে কে হবেন, এই জল্পনা অনেক দিন থেকে চলছে পাকিস্তানে। ওয়াকারের ভোটটি যেমন আফ্রিদির পাতে পড়েছে, তেমনই জনমত জরিপসহ সাবেক ক্রিকেটারদের বেশিরভাগই মত দিয়েছেন আফ্রিদির পক্ষে।
No comments