জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার করা হচ্ছে না: প্রণব
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে শান্তি ফিরে না আসা পর্যন্ত সেখান থেকে যৌথ বাহিনী প্রত্যাহার করা হচ্ছে না। তিনি বলেন, মাওবাদীরা শুধু পশ্চিমবঙ্গে নয়; দেশের বেশ কিছু রাজ্যের আইনশৃঙ্খলাকে বিপন্ন করে তুলেছে। যত দিন না ওই সব এলাকায় শান্তি ফিরে আসছে, তত দিন যৌথ বাহিনীর অভিযান চলবে। শান্তি ফিরে এলেই প্রত্যাহার করা হবে যৌথ বাহিনীকে।
সম্প্রতি মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিকে ইউপিএ সরকারের শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহারের দাবিতে রাজ্যব্যাপী শুরু করেছেন স্বাক্ষর সংগ্রহ অভিযান। মমতার মতে, যৌথ বাহিনী প্রত্যাহার করা হলে জঙ্গলমহলে শান্তি ফিরে আসবে।
সম্প্রতি মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিকে ইউপিএ সরকারের শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহারের দাবিতে রাজ্যব্যাপী শুরু করেছেন স্বাক্ষর সংগ্রহ অভিযান। মমতার মতে, যৌথ বাহিনী প্রত্যাহার করা হলে জঙ্গলমহলে শান্তি ফিরে আসবে।
No comments