ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলা আহত ২২
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে গতকাল রোববার আত্মঘাতী বোমা হামলায় ২২ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রের ব্যস্ততম তাকসিম স্কয়ারে ওই হামলা চালানো হয়। এতে পুলিশের নয় সদস্যসহ ২২ জন বেসামরিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।
তুরস্কের একটি টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের সদস্যরা বিস্ফোরণস্থল থেকে একজন মানুষের নিষ্প্রাণ দেহ সরিয়ে নিচ্ছেন। এ সময় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতেও দেখা যায়।
গত জুন মাসে ইস্তাম্বুলের উপকণ্ঠে একটি বোমা বিস্ফোরণে এক কিশোরীসহ ছয় সেনাসদস্য নিহত হন। বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনস (টিএকে) ওই হামলার দায়িত্ব স্বীকার করে।
পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রের ব্যস্ততম তাকসিম স্কয়ারে ওই হামলা চালানো হয়। এতে পুলিশের নয় সদস্যসহ ২২ জন বেসামরিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।
তুরস্কের একটি টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের সদস্যরা বিস্ফোরণস্থল থেকে একজন মানুষের নিষ্প্রাণ দেহ সরিয়ে নিচ্ছেন। এ সময় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতেও দেখা যায়।
গত জুন মাসে ইস্তাম্বুলের উপকণ্ঠে একটি বোমা বিস্ফোরণে এক কিশোরীসহ ছয় সেনাসদস্য নিহত হন। বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনস (টিএকে) ওই হামলার দায়িত্ব স্বীকার করে।
No comments